Monteshwar Malek sheikh

সম্প্রীতির অনন্য নজির মন্তেশ্বরে

জেলা

Monteshwar Malek sheikh


দীর্ঘ এক কিলোমিটার শ্মশান যাওয়ার রাস্তায় বৈদ্যুতিক আলোর ব্যবস্থা করে সম্প্রীতির অনন্য নজির সৃষ্টি করলেন মন্তেশ্বরেরই আঠাশপুরের বাসিন্দা মালেক শেখ। শুধু আলো পৌঁছে দেওয়াই নয় বিদ্যুতের বিলও তিনিই মেটাবেন বলে জানিয়েছেন।
ঘটনাটি ঘটেছে মন্তেশ্বর থানার মালডাঙ্গা শ্মশানে। এই শ্মশানে এলাকার ১৫-১৬ টি গ্রামের মানুষ মৃতদেহ দাহ করেন। কিন্তু রাত্রি হয়ে গেলে মালডাঙ্গা ব্রিজ থেকে শ্মশান পর্যন্ত যেতে মানুষকে চরম বিপাকে পড়তে হতো। জীবনের ঝুঁকি নিয়ে রাতের ঘুটঘুটে অন্ধকারে শ্মশানে যাওয়া ছাড়া কোন উপায় থাকত না। এই অসুবিধাটা এলাকার আটাশপুর গ্রামের মালেক শেখের নজরে আসে। তিনি নিজের পয়সা খরচ করে পাঁচটি বৈদ্যুতিক খুঁটির মাধ্যমে শ্মশানে বৈদ্যুতিক আলো পৌঁছে দিলেন। এমনকি প্রতিটি বৈদ্যুতিক খুঁটিতে আলো লাগানো হয়েছে। এতে রাত্রিবেলা শ্মশানে আসা মানুষের দুর্দশা লাঘব হলো বলে অভিমত এলাকাবাসীর। মুসলিম সম্প্রদায়ের মানুষ হয়েও হিন্দুদের শ্মশানে আলোর ব্যবস্থা করায় তাঁকে অভিনন্দন জানিয়েছেন গ্রামের মানুষ। মালেক শেখের বক্তব্য, ‘ধর্ম-সম্প্রদায় পরে, আগে আমরা মানুষ। 

Comments :0

Login to leave a comment