শুধু দুষ্কৃতী আর শাসকদল বা প্রতিপক্ষ বিজেপির কর্মীরাই বেআইনী আগ্নেয়াস্ত্র ব্যবহার করছে এমন নয়। বে-আইনী আগ্নেয়াস্ত্র এখন মিলছে গ্রামের ঘরে ঘরে। সামান্য গ্রাম্য বিবাদের জেরেও একে অন্যের ওপর গুলি চালিয়ে দিচ্ছে।
বুধবার কোচবিহার জেলার শীতলকুচির পাঠানটুলি এলাকায় গুলিবিদ্ধ হন এক মহিলা। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য দেখা দেয় এলাকায়। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে।
প্রত্যক্ষদর্শীরা ওই আহত মহিলাকে উদ্ধার করে পার্শ্ববর্তী শীতলকুচি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যায়। সেখান তার অবস্থার অবনতি হলে তাঁকে উন্নত চিকিৎসার জন্য মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে পাঠানো হয়। এখন ওই মহিলার চিকিৎসা চলছে কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে।
গুলিবিদ্ধ ওই মহিলার নাম রোসেনা বিবি।
পুলিশ সূত্রে জানা গেছে, এদিন পাঠানটুলি গ্রামের লায়লা বিবি নামে এক মহিলার ছাগল অন্যের জমিতে ঢুকে ফসলের ক্ষতি করে। বিষয়টি নিয়ে আবুল হোসেন ও সোবাহান মিয়ার মধ্যে ঝগড়া হয়। দুই পরিবার বিবাদে জড়িয়ে পড়ে। অভিযোগ উভয় পক্ষই গুলি চালায়। তখনই রোসেনা বিবির পায়ে গুলি লাগে।
Comments :0