Leopard

চিতাবাঘের দেহ উদ্ধার

জেলা

leopard


রবিবার সকালে একটি চিতা বাঘের দেহ উদ্ধারকে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মাল শহরের পাশে টুনবাড়ি চা বাগানে। ওই বাগানের ১১/১২ সেকশনের মাঝ এলাকায় একটি চিতা বাঘের দেহ পড়ে থাকতে দেখা যায়। দেহটিতে পচন ধরেছিল। এলাকাটিতে মাল শহরের অনেক বাসিন্দারাও প্রাতঃভ্রমনও করতে যায়। এই খবর চাউর হতে চিতা বাঘের দেহ দেখতে ভিড় জমে যায়। ঘটনার খবর পেয়ে গরুমারা বন্যপ্রাণ বিভাগের আওতাধীন মালবাজার বন্যপ্রাণ স্কোয়াডের আধিকারিক এবং কর্মীরা ঘটনার স্থলে পৌঁছে যান। চিতাবাঘের দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। মৃত চিতাবাঘটি পুরুষ এবং পূর্ণবয়স্ক খবর বন দপ্তর সূত্রে।

Comments :0

Login to leave a comment