Dengue death

২২ দিনে রাজ্যে ১০ জনের মৃত্যু ডেঙ্গুতে

জেলা

রাজ্যে ফের ডেঙ্গু আক্রান্তের মৃত্যু। রানাঘাটের এক ব্যক্তি ৭-৮দিন ধরে জ্বরে ভুগছিলেন। হাসপাতালে চিকিৎস চললেও মৃত্যু হল তার। কল্যাণীর জেএনএম হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। ডেথ সার্টিফিকেটে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুর কথা উল্লেখ রয়েছে। এই নিয়ে রাজ্যে ২২দিনে ১০জন ডেঙ্গু আক্রান্তের মৃত্যু হয়েছ।

বিধানসভায় মুখ্যমন্ত্রীর দেওয়া পরিসংখ্যান অনুযায়ী রাজ্যে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা প্রায় সাড়ে ৪ হাজার। যদিও বেসরকারি মতে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে কমপক্ষে ৮ হাজার। সরকারের দেওয়া এই তথ্য-পরিসংখ্যান যথেষ্ট উদ্বেগের বলে মনে করছে চিকিৎসক মহল। স্বাস্থ্য ভবন সূত্রে খবর, গত সপ্তাহে রাজ্যে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১০৩৫ জন। তবে উদ্বেগের বিষয় শহর থেকে গ্রামীণ এলাকায় সংক্রমণের হার বেশি। যা যথেষ্ট চিন্তার কারণ গ্রামিন অঞ্চলে চিকিৎসা পরিকাঠাম যথেষ্টই দুর্বল। বহু মানুষই হয়তো সঠিক চিকিৎসা পাবে না বলে আশঙ্কা।

শুক্রবার পর্যন্ত প্রায় ৭২ শতাংশ গ্রামীণ এলাকার মানুষ ডেঙ্গি আক্রান্ত। শহরে ডেঙ্গু আক্রান্তের হার ২৮ শতাংশ। সম্প্রতি ৪০০ রোগীর রক্তের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। তার মধ্যে ৩০০টি রক্তের নুমনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। ৬৩ শতাংশ ডেঙ্গি রোগী ডেঙ্গু ৩ ভাইরাসে সংক্রমিত ১৭ শতাংশ রোগী ডেঙ্গু ২ ভাইরাসে সংক্রমিত। ১৫ শতাংশের শরীরে বাসা বেঁধেছে ডেঙ্গু ৪ ভাইরাস ।

Comments :0

Login to leave a comment