নির্বাচনের চার দফা পার হয়ে গিয়েছে। পঞ্চম দফার ভোটে শেষ পর্বের প্রচারেও ধর্ম টেনে আক্রমণ চালিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী। উত্তর প্রদেশের হামিরপুরে নরেন্দ্র মোদী বললেন, ‘‘কংগ্রেস এবং সমাজবাদী পার্টি সরকার গড়লে জনতার অর্থ তুলে দেবে তাদের হাতে যারা ওদের জন্য ‘ভোট জিহাদ’ চালায়।’’
ভোটের শুরু থেকে মোদীর বক্তব্যে কংগ্রেসের ইশ্তেহার টেনে আক্রমণ লক্ষ্য করা গিয়েছে। কিন্তু ইশ্তেহারে যা বলা নেই তাকেই কংগ্রেস এবং জাতীয় স্তরের মঞ্চ ‘ইন্ডিয়া’-র লক্ষ্য বলে চালিয়ে যাচ্ছেন মোদী। যেমন সকলের সম্পত্তি কেড়ে নিয়ে এমনকি মা-বোনদের মঙ্গলসূত্র কেড়ে নিয়ে মুসলিমদের হাতে তুলে দেওয়ার উদ্দেশ্য কংগ্রেসের ইশ্তেহারে রয়েছে বলে ভাষণও দিয়েছেন। ঘৃণাভাষণ বা মিথ্যাভাষণ নিষিদদ্ধ হলেও নির্বাচন কমিশন নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি। আরএসএস এবং বিজেপি বরাবরই মুসলিমদের ‘জিহাদি’ বলে আক্রমণের লক্ষ্য করেছে।
উত্তর প্রদেশে শনিবার পঞ্চম দফায় ভোট রয়েছে ১৪ কেন্দ্রে। এই রাজ্যেই মোট ৮০টি আসন রয়েছে লোকসভার। পরপর লোকসভা ভোটে এ রাজ্য থেকেই বড় সংখ্যায় আসন টেনে কেন্দ্রে সরকার নিশ্চিত করেছেন নরেন্দ্র মোদ। এবারের ভোটে রাজ্যে কংগ্রেস এবং সমাজবাদী পার্টি লড়ছে একসঙ্গে। মায়াবতীর বিএসপি বিজেপি’র অনুগামী ভূমিকা নিয়েছে ঠিকই। কিন্তু মায়াবতীর পক্ষে থেকেছে দলিত ভোটের বড় অংশ বিএসপি বা বিজেপি’র থেকে সরে যাওয়ার আশঙ্কা রয়েছে। রামমন্দিরের জিগির কাজে আসেনি বলেই মনে করছেন পর্যবেক্ষকদের বড় অংশ। ফলে সরাসরি ‘হিন্দু-মুসলিম’ করছেন মোদী।
মোদী বলেছেন, ‘‘সবাইকে সাবধান করছি। সমাজবাদী পার্টি আর কংগ্রেস আপনাদের ভোট নিয়ে ক্ষমতায় বসবে। কিন্তু সরকারে এলে আপনাদের সম্পদ তাদের হাতে হাতে তুলে দেবে ভোট জিহাদ করে। এবার কংগ্রেস আর সমাজবাদী পার্টি নিজেদের মতলব স্পষ্ট করেছে। কংগ্রেস বলছে সকলের সম্পত্তির সমীক্ষা হবে। তার একটি অংশ ভোট জিহাদ করে যারা তাদের হাতে তুলে দেওয়া হবে।’’
হামিরপুর কেন্দ্রে প্রধান লড়াই বিজেপি’র কুঁয়ার পুষ্পেন্দ্র সিংয়ের সঙ্গে সমাজবাদী পার্টির অজেন্দ্র সিং লোধির সঙ্গে। মোদীর এমন প্রচারের বিরোধিতা আগেও করেছে কংগ্রেস। দলের জাতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেছেন, ‘‘আসলে জাতভিত্তিক এবং আর্থ সামাজিক সমীক্ষা আটকে দিতে চান মোদী। কংগ্রেস এবং ‘ইন্ডিয়া’ মঞ্চ এই সমীক্ষা করার ঘোষণা করেছে। কারও সম্পত্তি কেড়ে নিয়ে কাউকে দেওয়ার প্রশ্নই নেই। বঞ্চিতদের চিহ্নিত করে এগিয়ে আনার লক্ষ্য রয়েছে। মোদীর আসল আপত্তি সেখানেই।’’
MODI 'VOTE JIHADI'
সম্পত্তি কেড়ে ভোট জিহাদিদের’, মোদী ব্যস্ত বিদ্বেষভাষণেই
×
Comments :0