MANISH KOTHARI ARREST

অনুব্রত’র হিসেবরক্ষক মনীশ কোঠারি গ্রেপ্তার

জাতীয় রাজ্য

anubrata mondal manish kothari enforcement directorate bengali news

টানা ৯ ঘন্টা জেরা শেষে অনুব্রত মন্ডলের হিসেবরক্ষক মনীশ কোঠারিকে হেফাজতে নিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। গরু পাচার মামলায় মঙ্গলবার দিল্লিতে মনীশ কোঠারিকে জেরা করে ইডি। 

দোলের দিন, অর্থাৎ ৭ মার্চ অনুব্রত মন্ডলকে দিল্লি নিয়ে যায় ইডি। এরপর অনুব্রত মন্ডলের সামনে তাঁর ঘনিষ্ঠ ১২জনকে বসিয়ে জেরা করার সিদ্ধান্ত নেয় ইডি। সেই তালিকার প্রথমেই নাম ছিল মনীশ কোঠারির। 

মঙ্গলবার অনুব্রত’র মুখোমুখি বসিয়ে টানা ৫ ঘন্টা জেরা চলে মনীশ কোঠারির। তারপর আরও ৪ ঘন্টা তাঁকে আলাদা ভাবে জেরা করেন ইডি’র তদন্তকারীরা। ইডি সূত্রে খবর, মুখোমুখি বসিয়ে জেরা চলাকালীন ভেঙে পড়েন অনুব্রত এবং মনীশ কোঠারি দুইজনই। 

জেরা চলাকালীন মনীশ কোঠারির বক্তব্যে একাধিক অসঙ্গতি ধরা পড়ে। সেই সূত্র ধরেই তাঁকে হেফাজতে নেয় ইডি। বুধবার সকালে তাঁকে দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে পেশ করা হবে। 

বুধবারই দিল্লিতে ইডি’র জেরার মুখে পড়ার কথা অনুব্রত মন্ডলের কন্যা সুকন্যা মন্ডলের। ইডি সূত্রে জানা গিয়েছে, অনুব্রত’র সামনে বসিয়েই তাঁকে জেরা করতে চান তদন্তকারীরা। 

 

Comments :0

Login to leave a comment