Fresh crack in Joshimath

ফের নতুন করে ফাটল যোশীমঠের বেশ কয়েকটি বাড়িতে

জাতীয়

যোশীমঠে আবারও নতুন করে ফাটল দেখা দিল বেশ কয়েকটি বাড়িতে। চলতি বছরের জানুয়ারিতেই যোশীমঠের একাধিক বাড়িতে ফাটল দেখা দেয়। ভূতত্ববিদরা দাবি করেন যোশীমঠের আশেপাশে জাতীয় সরক নির্মান ও হাইড্রো প্রকল্পের কাজের জন্যই ক্রমেই ভঙুর হয়ে পড়ছে ও এলাকা। অতিরিক্ত খোদাইয়ৃর ফলেই ক্রমে সরে যাচ্ছে যোশীমঠের মাটি। তবে বেশ কিছউ মাস নতুন করে ফাটল দেখা না দিলেও চলতি সপ্তাহে বৃষ্টির পরে গান্ধিনগরে বেশ কয়েকটি বাড়িতে ফাটল দেখা দেয়। যে বাড়ি গুলোতে ফাটল দেখা দিয়েছ সেগুলি হলুদ জোনে পরে বলে জানিয়েছে সে রাজ্যের বিপর্যয় মেকাবিলা দপ্তরের আধিকারিকরা। যে অঞ্চল বেশী বিপদ্জনক সেই অঞ্চলকে লাল জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে ইতিমধ্যে। ফাটল ধরা বাড়ি গুলো সেই এলাকায় পরে না বলে দাবি কর্তৃপক্ষের।


গান্ধিনগরের মারওয়ারি ওয়ার্ডে তিন চারটি বাড়িতে নতুন করে বিশাল আকারের ফাটল দেখা দেওয়ায় বাসিন্দাদের মনে আতঙ্ক ছড়িয়েছে। বীরেন্দ্র লাল টামটা নামে এক বাসিন্দা জানিয়েছেন তার বাড়িতে আগে কোনও ফাটল ছিল না কিন্তু গত কয়েকদিন বৃষ্টি হওবার পর তার বাড়িতেও ফাটল দেখা দিয়েছে। সামনে বর্ষার মরশুম আসছে এভাবে ফাটল দেখা দিলে বর্ষার সময়ে টানা বৃষ্টিতে আরও বিপদের আশঙ্কা করছে যোশীমঠের বাসিন্দারা। লাল জোনের বাসিন্দাদের শরনার্থী শিবিরে আশ্রয় হয়েছে। শুধু মাত্র মোদী সরকারের ভুল নীতির জন্য যোশীমঠের এই অবস্থা। নিজেদের ভিটে ছেড়ে আজ আশ্রয় নিয়েছেন শরনার্থী শিবিরে। ভবিষ্যতে হয়তো আরও অনেককেই বাড়ি ছাড়তে হবে বলে মনে করা হচ্ছে। তা নিয়েই ক্ষোভ উগরাচ্ছেন সাধারণ মানুষ

Comments :0

Login to leave a comment