Manik Bhattacharya

মানিকের সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ হাই কোর্টের

রাজ্য

নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেপ্তার হওয়া তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যের সব সম্পত্তি বাজেয়াপ্ত নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। সোমবার বিচারপতি অভিজিৎ গঙ্গেপাধ্যায় ইডি আধিকারিকদের নির্দেশ দিয়েছে প্রাক্তন পর্ষদ সভাপতির সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন। 

নিয়োগ দুর্নীতি মামলায় মানিক ভট্টাচার্য এবং তাঁর স্ত্রী ও পুত্র এখন জেলে রয়েছে। 

মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে ওএমআর শিট না দেখানোর অভিযোগ তুলে আদালতের দারস্থ হন চাকরি প্রার্থী শাহিলা। তাঁর অভিযোগ পরীক্ষায় বসলেও সে প্রাপ্ত নম্বর জানতে পারেনি। সেই মামলায় পাঁচ লক্ষ টাকা জরিমানা হয় মানিকের। কিন্তু সেই টাকা না দেওয়ায় মানিকের সব সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তিনি জানিয়েছেন যতদিন না পর্যন্ত জরিমানার টাকা মানিক ভট্টাচার্য দিচ্ছেন ততদিন তাঁর সম্পত্তি বাজেয়াপ্ত থাকবে।  

Comments :0

Login to leave a comment