Government Employees

২৪ ঘন্টা অবস্থানের ডাক রাজ্য সরকারী কর্মচারীদের

রাজ্য

স্বচ্ছতার সঙ্গে যোগ্য চাকরিপ্রার্থীদের সরকারী শূণ্যপদে বহাল করা, নয়া জাতীয় শিক্ষানীতি ও রাজ্যের শিক্ষানীতি বাতিলকরা, বকেয়া ৪০ শতাংশ মহার্ঘভাতা দেওয়া সহ একাধিক দাবিকে সামনে রেখে সোমবার চুঁচুড়ার কর্মচারী সমিতি ভবনে সাংবাদিক সম্মেলন করলেন রাজ্য সরকারী কর্মচারী শিক্ষাকর্মীদের যৌথমঞ্চ। রাজ্য কোষাগার থেকে বেতন প্রাপ্ত শ্রমিক-কর্মচারী-শিক্ষক-শিক্ষাকর্মীদের যৌথ মঞ্চের হুগলী জেলা শাখার উদ্যোগে এই কর্মচারি হয়। যৌথ মঞ্চের আহ্বায়ক ও রাজ্য কো অর্ডিনেশন কমিটির জেলা সম্পাদক সুশান্ত ব্যানার্জী এদিন সাংবাদিক সম্মেলনে ব্যাখ্যা করেন। এদিন উপস্থিত ছিলেন অমিত সরকার, সুব্রত মান্না, কমল মল্লিক, দেবাশীষ কুন্ডু প্রমুখ কর্মচারী আন্দোলনের রাজ্য ও জেলা নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ আগামী ৩০ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত ২৪ ঘন্টা ব্যাপী চুঁচুড়া ঘড়ির মোড়ে এই অবস্থান হবে জানান নেতৃবৃন্দ। এছাড়া ০৫-০৬ ডিসেম্বর যৌথমঞ্চের কেন্দ্রীয় কমিটির আহ্বানে কলকাতায় অবস্থান বিক্ষোভ সফল করার আহ্বান জানান কর্মচারী নেতৃবৃন্দ। এছাড়াও নেতৃবৃন্দ বলেন শুধু বকেয়া মহার্ঘভাতা নয় আমরা সেই সন্তানসম যোগ্য চাকরিপ্রার্থীদের আন্দোলনে সংহতি জানাচ্ছি যারা এখনও রাজপথে বসে আন্দোলন করছে তাদের আন্দোলনে সংহতি জানাচ্ছি। পুলিশ যদি বাধা দেয় তাহলে আমরা আমাদের সাধ্যমত রুখতে চেষ্টা করবো। তবে পুলিশকর্মীরাও তো রাজ্য সরকারী কর্মচারী তারা এই আন্দোলনের বাইরে নয়। আমরা জানি তারাও আমাদের আমাদের আন্দোলনে সামিল হবেন। সরকার সংবেদনশীল নয় বলে আমাদের ওপর আক্রমণ হচ্ছে।

Comments :0

Login to leave a comment