Kankinara Reliance Jute Mill

জুট মিল খোলার দাবিতে ভাটপাড়ায় পথ অবরোধ

রাজ্য

ক্যাপশন- জুট মিল খোলার দাবিতে ভাটপাড়া মোড়ে রাস্তা অবরোধ।

টানা একুশ দিন ধরে বন্ধ কাকিনাড়া রিল্যায়েন্স জুট মিল। কর্তৃপক্ষ এই মিলের ওয়াইন্ডিং বিভাগের শ্রমিকদের একশো ডান্ডী উৎপাদনের নির্দেশ দেয়। কিন্তু শ্রমিকরা এই নির্দেশ মানতে নারাজ। বর্তমানে শ্রমিকরা পঁচাত্তর ডান্ডি উৎপাদন করছে। শ্রমিকদের অভিযোগ মিল কর্তৃপক্ষ ক্রমশ কাজের বোঝা বাড়িয়ে চলেছে। এই নিয়ে শ্রমিকরা মিলের ভেতরে বিক্ষোভ দেখায়। এরপর মিলে কাজ বন্ধের নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়। দীপাবলী ও ছট পুজো শেষ। মিল বন্ধ থাকার ফলে এবারের ছট পুজো এই জুট মিলের শ্রমিকরা পালন করতে পারে নি। মিল বন্ধ থাকার ফলে শ্রমিকরা ভয়াবহ আর্থিক সংকটের সন্মুখীন। অবিলম্বে মিল খোলার দাবিতে বিসিএমইউ’র উদ্যোগে ভাটপাড়া মোড়ে রাস্তা অবরোধ করা হয়। 
এই অবরোধ কর্মসূচিতে বিসিএমইউ’র কার্যকরী সভাপতি গার্গী চ্যাটার্জী বলেন, কাকিনাড়া রিল্যায়েন্স জুট মিল কর্তৃপক্ষ অন্যায়ভাবে মিল বন্ধ করে দিয়েছে। মিল বন্ধ থাকার ফলে শ্রমিকরা ভয়াবহ আর্থিক সংকটের মধ্যে দিন কাটাচ্ছেন। অবিলম্বে এই জুট মিল খুলতে হবে। এই অবরোধ কর্মসূচিতে তিনি ছাড়াও বক্তব্য রাখেন বিসিএমইউ নেতা বিদেশি রাজভড়, শ্যামল ব্যানার্জী, অনুপ দাস সহ প্রমূখ নেতৃবৃন্দ। দীর্ঘ এক ঘন্টার বেশি সময় ধরে এই অবরোধ চলে। অবরোধ চলাকালীন ভাটপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। মিল খোলার বিষয়টি নিয়ে কতৃপক্ষের সাথে আলোচনা করার প্রতিশ্রুতি দিলে অবরোধ তুলে নেওয়া হয়। এই মিলে চারহাজার শ্রমিক কাজ করেন।

Comments :0

Login to leave a comment