এবার স্কুল সার্ভিস কমিশনের ‘গ্রুপ সি’ পদে ভুয়ো চাকরি খোয়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইঝি বৃষ্টি মুখার্জি। বৃষ্টি মুখার্জি মমতা বন্দ্যোপাধ্যায়ের মামাতো ভাই নীহার মুখার্জির মেয়ে। তাঁর বাড়ি বীরভূমের কুশুম্বা গ্রামে। তিনি বীরভূমের বোলপুর উচ্চ বিদ্যালয়ের ক্লার্ক পদে যোগদান করেছিলেন। যোগদানের বেশ কিছদিন পর সে সেই চাকরির ব্যক্তিগত কারণ দেখিয়ে ইস্তফাও দিয়েছিলেন বলে জানা গিয়েছে। আজ হাইকোর্ট এর নির্দেশে স্কুল সার্ভিস কমিশনের ওযেবসাইটে গ্রুপ সি পদে নিয়োগের যে চাকরি বাতিল করেছে সেই তালিকায় ৬০৮ নম্বরে নাম রয়েছে বৃষ্টি মুখার্জির।
SSC SCAM
এসএসসি দুর্নীতিতে চাকরি গেল মমতার ভাইঝি

×
Comments :0