CPI(M) Meeting Baranagar

বরানগরে জনসভায় স্মার্ট মিটার বাতিলের দাবি

জেলা

বরানগরে জনসভায় কনীনিকা ঘোষ বোস, আইনজীবী ফিরদৌস শামিম সহ সিপিআই(এম) নেতৃবৃন্দ।

পৌরসভায় চাকরিতে লাগামহীন দুর্নীতি চলছে। শাস্তি দিতে হবে অপরাধীদের। জঞ্জাল কর অবিলম্বে বাতিল করতে হবে। বাতিল করতে হবে প্রিপেইড স্মার্ট মিটার।
রবিবার এই দাবিতেই সিপিআই(এম)’র ডাকে জনসভা হয়েছে বরানগরে।
বরানগর-২ এরিয়া কমিটির ডাকে জনসভা হয়েছে। 
সভাপতিত্ব করেন সিদ্ধার্থ গাঙ্গুলি। প্রধান বক্তা ছিলেন সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির রাজ্য সম্পাদক এবং পার্টি রাজ্য কমিটির সদস্য কনীনিকা ঘোষ বোস। আইনজীবী ফিরদৌস শামিম, পার্টিনেতা কিশোর গাঙ্গুলী প্রমুখ।
রবিবার সকালে ১৮নম্বর ওয়ার্ডে ছাত্র, যুব, মহিলা সমিতি এবং বস্তি ফেডারেশনের রক্তদান শিবির হয়। ৬৬ জন রক্ত দেন। কলকাতার পিজি হাসপাতালের ব্লাড ব্যাঙ্কের কর্মীরা রক্ত সংগ্রহ করেন। 
অনুষ্ঠানের উদ্বোধন করেন বস্তি ফেডারেশনের রাজ্য সম্পাদক সুখবরঞ্জন দে। উপস্থিত ছিলেন ঝন্টু মজুমদার, শানু রায়ও। এলাকাবাসীর আগ্রহ ছিল যথেষ্ট। 

Comments :0

Login to leave a comment