Snake recovered in Jalpaiguri School

জলপাইগুড়ির স্কুল থেকে উদ্ধার ৩০টি সাপ

জেলা

জলপাইগুড়ি মারোয়ারী বালিকা বিদ্যালয় থেকে উদ্ধার মোট ৩০টি ছোট গোখরো সাপ উদ্ধার হয়েছে। ছোট ছোট গোখর সাপ উদ্ধার হলেও উদ্ধার হয়নি কোনও বড় সাপ। এত সাপ উদ্ধার হওয়ার ঘটনায় এদিন স্কুল চত্বরে ব্যপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।

জানা গেছে গত কয়েকদিন ধরে জলপাইগুড়ি মারোয়ারী বালিকা বিদ্যালয়ে মাঝে মধ্যে ছোট ছোট সাপ দেখা যাচ্ছিলো। এরপর সোমবার বিকেলের দিকে স্কুলে গোখরো সাপের খোলস দেখা যায়। স্কুলের পক্ষ থেকে খবর দেওয়া হয় স্বেচ্ছাসেবী সংস্থা  গ্রীন জলপাইগুড়িতে। খবর পেয়ে মঙ্গলবারই ছুটে আসেন গ্রীন জলপাইগুড়ির সম্পাদক অঙ্কুর দাস। এরপর তিনি স্কুলের বিভিন্ন যায়গা থেকে ২০ টি গোখরো সাপের ছানা উদ্ধার করে চলে যান।

এরপর সন্ধ্যা নাগাদ স্কুলে আবার সাপের ছানা দেখা যায়। ফের খবর দেওয়া হয় অঙ্কুর দাসকে তিনি আবার এসে আরও ১০টি গোখরো সাপের ছানা উদ্ধার করেন। স্কুলের এক কর্মী শম্ভু রায় বলেন ‘গত কয়েকদিন ধরে স্কুলে আমরা মাঝে মধ্যেই ছোট ছোট সাপে দেখতে পাচ্ছিলাম। সোমবার বিকেলে সাপের খোলস দেখি। এরপর আবার কয়েকটি ছোট সাপ দেখতে পাই। এরপরই স্কুলের শিক্ষক-শিক্ষিকারা অঙ্কুর দাসকে খবর দেয়।’

পরিবেশ কর্মী অঙ্কুর দাস বলেন ‘সাপের খোলস দেখে মনে হচ্ছে এটি পূর্ন বয়স্ক গোখরো সাপ। এরা একসাথে অনেক ডিম পাড়ে। ৩০ টির বেশি ছানা ফোটাতে পারে। আমরা আজ দু দফায় মোট ৩০ টি সাপের ছানা উদ্ধার করলাম। আরও সাপের ছানা থাকতে পারে। এই ছোট ছোট সাপ গুলির মা-বাবাও এখানে থাকতে পারে। তাই মঙ্গলবার কোন ধরনের ঝুঁকি না নিয়ে দিন কয়েকের জন্য বন্ধ করা হলো মারোয়ারি বিদ্যালয় সব সাপ খুঁজে পাওয়ার পরই ফের খোলা হবে স্কুল।’

Comments :0

Login to leave a comment