Falguni Abasan

উচ্ছেদের নোটিস সরকারি কর্মীদের

রাজ্য

সল্টলেকের ফাল্গুনি আবাসনের একাংশে ঘর খালি করার নোটিশ পাঠালো রাজ্য। এক মাসের মধ্যে ঘর খালি করতে বলা হয়েছে বাসিন্দাদের। 

সরকারি কর্মচারীরাই থাকেন এই ফ্ল্যাটগুলিতে। বাসিন্দারা জানাচ্ছেন বিকল্প কোনও ব্যবস্থা না করে তাঁদের উঠে যেতে বলেছে রাজ্যোর নগরোন্নয়ন দপ্তর। বলা হয়েছে এই অংশ বিপজ্জনক হয়ে পড়েছে।

বাসিন্দাদের ক্ষোভ, মাত্র এক মাসের মধ্যে পরিবার সহ উঠে যাওয়া হবে কিভাবে। তার মধ্যে অনেক পরিবারে পরীক্ষার্থীরা রয়েছে। 

সরকারি নোটিসের যে প্রতিলিপিতে দেখা যাচ্ছে যে বি টাইপ ১৬টি ফ্ল্যাট খালি করার নোটিস এসেছে। অভিযোগ, সরকারি কর্মীদের আবাসন ভেঙে বেসরকারি সংস্থাকে দিয়ে ফ্ল্যাট বানিয়ে বিক্রির মতলব রয়েছে। 

সরকারি কর্মচারীরা আন্দোলনে রয়েছেন। ধর্মঘটের ডাকও দিয়েছেন। তার আগে এমন নোটিস হুমকির জন্য বলে অনুমান একাংশের।

Comments :0

Login to leave a comment