Aliah University

হোস্টেল, লাইব্রেরির বেহাল দশা, কিন্তু গেট তৈরি করতে খরচ এক কোটি!

রাজ্য

নতুন গেট এবং হোস্টেলের বেহাল দশার চিত্র

বিশ্ববিদ্যালয়ের একটা গেট বানাতে খরচ এক কোটি টাকা। তার মধ্যে আলোকসজ্জার জন্য ২৫ লক্ষ টাকা। আলিয়া বিশ্ববিদ্যালয়ের ঘটনা। নিউ টাউন ক্যাম্পাসের যেই নতুন গেট তৈরি করা হয়েছে তা বানাতে এই বিপুল টাকা খরচ হয়েছে।

গেট বানাতে এতো টাকা খরচ করা হচ্ছে। কিন্তু পরিকাঠামো উন্নয়নের জন্য কোন ব্যয় নেই। হোস্টেলের উন্নতি লাইব্রেরির রক্ষনা বেক্ষনের জন্যকোন ব্যায় নেই। 

আলিয়ার ছাত্র ছাত্রীদের অভিযোগ বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে পানীয় জলের কোন ব্যাবস্থা নেই। যার জন্য বাইরের থেকে জল কিনে খেতে হয় পড়ুয়াদের। হোস্টেল পরিকাঠমোর কোন উন্নতি না হওয়ায় ঘর ভাড়া নিয়ে থাকতে হয় বহু পড়ুয়াকে। 

শুধু হোস্টেল নয়। বিজ্ঞান বিভাগে পর্যাপ্ত ল্যাব ইন্সট্রুমেন্ট নেই। লাইব্রেরীতে বইয়ের সংগ্রহ নিয়েও ক্ষোভ রয়েছে পড়ুয়াদের মধ্যে।

কয়েক বছর আগে আমফান ঝড়ে বিশ্ববিদ্যালয়ের কাঁচের দেওয়াল গুলো ভেঙে যায়, এতদিন হয়ে যাওয়ার পরও কাঁচের দেওয়াল গুলি এমন অবস্থায় আছে যে যেকোন সময় ছাত্র ছাত্রীর দুর্ঘটনার শিকার হতে পারে। 

পড়ুয়ারা জানিয়েছেন এই বিষয় গুলি নিয়ে তারা একাধিক বার কর্তৃপক্ষের দারস্থ হলে কোন পদক্ষেপ নেওয়া হয়নি।  

Comments :0

Login to leave a comment