Panchayet result

গণনা কেন্দ্রেও উত্তেজনা সৃষ্টির চেষ্টা তৃণমূলের

রাজ্য জেলা

গণনা কেন্দ্রেও উত্তেজনা সৃষ্টির চেষ্টা তৃণমূলের  গণনা শুরু হওয়া থেকেই অশান্তি শুরু হয়। তৃনমূলকে ভেতরে ঢুকতে বাঁধা দেয় কেন্দ্রীয় বাহিনী। কিন্তু জোর করে ভেতরে ঢোকার চেষ্টা করে তৃণমূল। অশান্তি ঠেকাতে লাঠিচার্য কেন্দ্রীয় বাহিনীর। 

নন্দীগ্রামে গণনা কেন্দ্রের বাইরে তৃণমূলের বিরুদ্ধে উত্তেজন সৃষ্টি করার অভিযোগ উঠল। রেয়াপড়ায় গণনা কেন্দ্রের বাইরে তৃণমূলের কর্মী সমর্থকরা সকাল থেকেই জমায়েত হতে শুরু করে। বিরোধীদের দাবি গণনা কেন্দ্রে ঢুকে তান্ডব চালানোর পরিকল্পনা করছিল তৃণমূল। বিরোধীরা অভিযোগ করায় তৎপর হয় পুলিশ। তৃণমূলের কর্মী সমর্থকদের গণনা কেন্দ্রের বাইরে থেকে সরিবে দেওয়ায় বচসা বাধে পুলিশের সঙ্গে।

ব্যরাকপুরের পানপুর গণনা কেন্দ্রে থেকেও উত্তেজনার খবর আসে। সেখানেও তৃণমূল গন্ডগোল বাঁধানের চেষ্টা করে বলে অভিযোগ। বঁনগা কলেজে গণনার সময় বিরোধীদের ঢুকতে বাধা দিল তৃণমূল কংগ্রেস। গণণা কেন্দ্রের বাইরেই তৃণমূল-বিজেপি পরিকল্পিতা ভাবে উত্তেজনা সৃষ্টির চেষ্টা করে। বহিরাগত নিয়ে হামলা তৃণমূলের।

Comments :0

Login to leave a comment