Parliament Session

আদানির দুর্নীতি নিয়ে বিরোধীরা জেপিসি চাইলেও নেই তৃণমূল

জাতীয়

নরেন্দ্র মোদী ঘনিষ্ঠ আদানি গোষ্ঠীর শেয়ারে কারচুপির বিপুল অর্থ লোপাটের অভিযোগ নিয়ে সংসদীয় তদন্তে রাজি নয় তৃণমূল কংগ্রেস। মাস খানেকের বিরতির পর সোমবার শুরু হচ্ছে বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব। অধিবেশনের শুরুতে সংসদে বিভিন্ন ইস্যু নিয়ে সরব হওয়ার লক্ষ্যে বিরোধী দলের মধ্যে সমন্বয় গড়তে সোমবার বৈঠক ডেকেছেন কংগ্রেস নেতা মল্লিকার্জ্জুন খাড়গে। বৈঠকে আদানির জালিয়াতি নিয়ে যৌথ সংসদীয় তদন্ত কমিটি গঠনের দাবিতে ফের সরব হতে চলেছেন বিরোধীরা। তার আগেই আদানি নিয়ে যৌথ সংসদীয় কমিটির তদন্তে তৃণমূল কংগ্রেস রাজি নয় তা দল পরিষ্কার জানিয়ে দিয়েছে। তৃণমূল নেতা সাংসদ ডেরেক ওব্রায়েন পরিষ্কার জানান, আদানি নিয়ে সংসদীয় তদন্ত কমিটি দাবি তোলার কোনও মানে নেই। তা অর্থহীন বিষয়। আমরা তাই এই দাবি সমর্থন করছি না। দল সূত্রে খবর, কংগ্রেসের সঙ্গে দূরত্ব রাখতে  কাল বিরোধী দলের বৈঠকে যাচ্ছে না তৃণমূল কংগ্রেস। অধিবেশনে আগে আদানির তদন্তের বিরোধিতাতেই বিরোধী দলে জোটে বিভেদ টেনে দিল তৃণমূল কংগ্রেস। প্রধানমন্ত্রী মোদী নিজেও আদানির বিরুদ্ধে যৌথ সংসদীয় কমিটি গড়তে রাজি নয়। মোদী এবার তাঁর পক্ষে পেয়ে গেলেন তৃণমূল কংগ্রেসকে।
এদিকে ৩১ জানুয়ারি সংসদে বাজেট অধিবেশন শুরু হয়েছে শেষ হবে ৬ এপ্রিল। মাঝে বিরতি ছিল। বাজেট অধিবেশনের আগেই মার্কিন সংস্থা হিন্ডেনবার্গ সংস্থার রিপোর্টে প্রকাশ হয় আদানি গোষ্ঠীর শেয়ারি জালিয়াতি কারচুপির যাবতীয় তথ্য। বিশ্নজুড়ে শোরগোল পড়ে যায়। এতে আদানির শেয়ার দর কমে গিয়ে তলানিতে চলে যায়। এক মাসের মধ্যে উবে যায় ১০ লক্ষ কোটি টাকা। এতে বিপুল লোকসানে পড়তে হয় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক, বিমা সংস্থাকে। মোদীর নির্দেশে যারা আদানির কম দামের শেয়ার বেশি দামে কেনায় বিপুল অর্থ লগ্নি করেছে। আদানির আর্থিক কেলেঙ্কারি নিয়ে গোটা অধিবেশনে সংসদীয় তদন্ত কমিটি গঠনের দাবি তোলেন বিরোধীরা। সুপ্রিম কোর্টে এনিয়ে মিডিয়ায় আদানির বিরুদ্ধে সংবাদ প্রকাশ বন্ধ করতে আদানিরা মামলা দায়ের করলে তা খারিজ হয়ে যায়। এদিকে সেবি’র বিরুদ্ধে তদন্তের দাবিতে মামলা দায়ের হয়। এতে ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে সুপ্রিম কোর্টে। তবে সুপ্রিম কোর্টের তদন্ত সীমিত সেবি’র কার্যকলাপে নিয়ম লঙ্ঘন হয়েছে কিনা তা দেখার জন্য। ফলে আদানি গোষ্ঠীর বেনিয়মে মোদীর যোগাযোগ দেখা সুপ্রিম কোর্টের তদন্ত কমিটি সম্ভব নয়। তা যৌথ সংসদীয় কমিটির দেখার অধিকার রয়েছে। তাই তা খতিয়ে দেখতে যৌথ সংসদীয় কমিটি গঠনের দাবি তুলেছেন বিরোধীরা। এদিকে সংসদে আদানির আর্থিক কেলেঙ্কারি নিয়ে একটি শব্দ বলেননি মোদী। সংসদীয় তদন্তের দাবিও মানেননি তিনি। তাই আধিবেশনে ফের একই দাবি জানাবেন বিরোধীরা। 
এদিন কংগ্রেস নেতা মল্লিকার্জ্জুন খাড়গে বলেন, অধিবেশনে আদানি তদন্ত ছাড়াও কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনী যেভাবে তদন্তের নামে বিরোধী নেতাদের হয়রানি করছে তা বন্ধের দাবিতে সরব হবেন। আরজেডি নেতা লালুপ্রসাদ যাদবের পরিবারকে সিবিআই ইডি অভিযানের নামে যে হয়রানি চালাচ্ছে তার তীব্র সমালোচনা করেন খারগে। তিনি বলেন, এভাবে গণতন্ত্রের কণ্ঠরোধের অভিযান চালাচ্ছে মোদী সরকার।
 

Comments :0

Login to leave a comment