TMC Leader Murder

আদ্রায় তৃণমূল নেতা খুনের ঘটনায় গ্রেপ্তার ভাড়াটে খুনি

জেলা

TMC Leader Murder


গত ২২ জুন রেল শহর আদ্রায় ভর সন্ধ্যায় খুন হয়েছিলেন তৃণমূল নেতা ধনঞ্জয় চৌবে। সেই খুনের ঘটনায় অন্যতম স্যুটার রত্নেশ পান্ডেকে গ্রেপ্তার করলো পুলিশ। শুক্রবার  বিহারের গোপালগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করে নিয়ে আসা হয়। ধৃতকে আদালতে হাজির করা হলে তাকে  ১৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় আদালত। 

পঞ্চায়েত নির্বাচনের আগে গত ২২জুন সন্ধ্যায় পুরুলিয়ার আদ্রা শহর তৃণমূল সভাপতি ধনঞ্জয় চৌবেকে দলের অফিসেই গুলি চালালো অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা। সঙ্গে নিরাপত্তার দায়িত্বে থাকা রাজ্য পুলিশের একজন কনস্টেবলও গুলিবিদ্ধ হন। দ্রুত তাঁদেরকে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ধনঞ্জয় চৌবে (৪৮)। পরপর কয়েক রাউন্ড গুলি চলে। মোটরসাইকেলে করে আসা তিনজন দুষ্কৃতী পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালিয়ে দ্রুত চম্পট দেয় এলাকা থেকে। রবিবার সাংবাদিক সম্মেলন করে পুরুলিয়ার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আদ্রায় তৃণমূল নেতা খুনের ঘটনায় গ্রেপ্তারের সংখ্যা চার। এই ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে বিহার থেকে আরজু মালিক নামে এক জনকে গ্রেপ্তার করা হয়। আদ্রা শহর লাগোয়া এলাকা থেকে আরো দুজনকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, ধৃত ব্যাক্তিই সেই দিন গুলি চালিয়েছিল। এই ঘটনায় আরো দুজন স্যুটার ছিল। তাদের খোঁজে তদন্ত চলছে।

 

Comments :0

Login to leave a comment