Eviction

ফের প্রতিরোধ, দক্ষিণেশ্বরে উচ্ছেদ রুখলেন জনতা

জেলা

Eviction ক্যাপশান- উচ্ছেদ রাখতে দক্ষিণেশ্বর রেল বস্তির বাসিন্দাদের অবস্থান ও বিক্ষোভ। ছবি - অভিজিত বসু।


পূর্ব রেলওয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে নোটিশ লাগিয়ে দক্ষিণেশ্বর রেল বস্তিতে শুক্রবার উচ্ছেদ অভিযান চালাতে এসে প্রতিরোধের মুখে পড়ে ফিরে যেতে হয় আরপিএফ বাহিনী এবং রেল আধিকারিকদের। দক্ষিণেশ্বর রেল বস্তির বাসিন্দাদের ঐক্যবদ্ধ প্রতিরোধ এই নিয়ে নবম বার উচ্ছেদ অভিযান রুখে দিলো। বারবার উচ্ছেদ অভিযান চালানোর নামে আতঙ্কিত করে রাখা হচ্ছে বস্তিবাসীদের। ব্যতিব্যস্ত ও বিপর্যস্ত করে রাখা হচ্ছে। মুখে দুবেলা দুমুঠো গ্রাস তোলার সংস্থান করতে  প্রতি নিয়ত ব্যস্ত থাকা রেল বস্তির বাসিন্দাদের শ্রম দিবস নষ্ট করে বস্তি আগলে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। 

প্রতিরোধের প্রাচীর না থাকলেই মাথা গোঁজার ঠাঁই থেকে  উচ্ছেদ হতে হবে দক্ষিণেশ্বর রেল বস্তির বাসিন্দাদের। তাই নবম বারের উচ্ছেদ রুখতে শুক্রবারও বস্তিতে ঢোকার গেট আটকে অবস্থান বিক্ষোভ শুরু করেন তাঁরা। ব্যার্থ হয় উচ্ছেদ অভিযান। ঐক্যবদ্ধ ভাবে প্রতিরোধ আন্দোলনের ক্ষেত্রে তাঁদের কথা, ‘দল যার যার, বস্তি সবার’। রেল আবাসন ঘিরে অবস্থিত রেলের বিস্তীর্ণ অব্যবহৃত জমিতেই রেল বস্তির বাসিন্দাদের পুনর্বাসন দেওয়ার দাবিতে অনঢ় দক্ষিণেশ্বর রেল বস্তির বাসিন্দারা।

 

Comments :0

Login to leave a comment