EDUCATION PABITRA SARKAR

স্কুলশিক্ষায় সঙ্কট, আলোচনা সভা সোদপুরে

জেলা

সোদপুর লোকসংস্কৃতি ভবনে বলছেন পবিত্র সরকার।

সরকারি স্কুলে সমস্যা কী, তা থেকে বেরনোর পথই বা কী। রাজ্যের শিক্ষা ক্ষেত্র নিয়ে এই বিষয়েই আলোচনা সভা হয়েছে সোদপুরে। বক্তব্য রেখেছেন শিক্ষাবিদ অধ্যাপক পবিত্র সরকার।

রাজ্য সরকার তুলে দেওয়ার জন্য প্রায় আট হাজার স্কুলে তালিকা করেছে। প্রতিবাদ হওয়ায় সরকারি ভাবে নির্দিষ্ট বক্তব্য নেই। কিন্তু বাস্তবে বন্ধ হওয়ার জায়গায় ঠেলে দেওয়া হচ্ছে একের পর এক সরকারি স্কুলকে। তার ওপরে পরীক্ষার মাধ্যমে নিয়োগ বন্ধ। যেটুকু নিয়োগ হয়েছে তাকে ঘিরে দুর্নীতির জেরে তোলপাড় রাজ্য। 

শনিবার পানিহাটির আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন কমিটির ডাকে এই আলোচনা সভা হয়েছে সোদপুর লোকসংস্কৃতি ভবনে। বিষয় ছিল, ‘সরকারি স্কুল গুলির বর্তমান সমস্যা এবং উত্তরণের পথ’। বক্তব্য রেখেছেন শিক্ষক আন্দোলনে নেতা অমর বন্দ্যোপাধ্যায়, মোহনদাস পন্ডিত, দ্রুতিমান বন্দ্যোপাধ্যায়ও। 

Comments :0

Login to leave a comment