Winter North India

উত্তর ভারতে শৈত্য প্রবাহ

জাতীয়

প্রবল ঠান্ডায় কাঁপছে গোটা উত্তর ভারত। বৃহস্পতিবার তিন ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছে দিল্লির তাপমাত্রা। বুধবার দিল্লির তাপমাত্রা ছিল ৪.৪ ডিগ্রি সেলসিয়াস। সফদরজং সহ দিল্লির একাধিক জায়গায় দুই ডিগ্রি সেলসিয়াসে নেমেছে তাপমাত্রা। তাপমাত্রা কমায় রুম হিটারের ব্যাবহার বেড়েছে। যার ফলে বিদ্যুৎ চাহিদাও বেড়েছে। 

কাশ্মীরের একাধিক জায়গা বরফে ঢেকেছে। ডাল লেকের একাংশ বরফে ঢাকা পড়েছে। সামাজিম মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছে তাপমাত্রা কমায় জলের পাইপ দিয়ে বরফ পড়ছে। তবে কাশ্মীরে বরফ পড়লেও শ্রীনগরে তাপমাত্রা নেমেছে ৬.৪ ডিগ্রিতে, গুলমার্গে তাপমাত্রা কমে হয়েছে ৭.৫ ডিগ্রি সেলসিয়াস।

এই পরিস্থিতিতে দিল্লি সহ উত্তর ভারতের একাধিক জায়গায় কমলা সর্তকতা জারি করেছে আবহাওয়া দপ্তর।   

Comments :0

Login to leave a comment