student sick after vaccination

ফের ভ্যাকসিন নিয়ে অসুস্থ নবম শ্রেণির ছাত্রী

রাজ্য

student sick after vaccination

রুবেলা ভ্যাকসিন নেবার পরে আরো এক স্কুল ছাত্রী অসুস্থ হয়ে পড়ার ঘটনা ঘটেছে। রাজ্যের পাশাপাশি দার্জিলিঙ জেলার স্কুলগুলিতেও রুবেলা ভ্যাকসিনেশনের কাজ শুরু হয়েছে। মঙ্গলবার শিলিগুড়ি হাকিমপাড়া বালিকা বিদ্যালয়ে রুবেলা ভ্যাকসিন দেওয়া হয়েছে ছাত্রীদের। জানা গেছে, এদিন সকালে নিয়ম মেনে শিলিগুড়ি হাকিমপাড়া বালিকা বিদ্যালয়ে ভ্যাকসিন দেবার প্রক্রিয়া শুরু হয়। ছাত্রীদের অনেকেই ভ্যাকসিন নিয়। ভ্যাকসিন নেবার পরে আচমকাই এক ছাত্রী অসুস্থতা বোধ করে। দ্রুত ওই ছাত্রীটিকে চিকিৎসার জন্য শিলিগুড়ি জেলা হাসপাতালে পাঠানো হয়।

জেলা হাসপাতালে ছাত্রীটিকে চিকিৎসকদের অবজারভেশনে রাখা হয়েছে। স্কুল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে ছাত্রীটির নাম সুচিত্রা মন্ডল। নবম শ্রেনীতে পড়াশুনা করে। যদিও ছাত্রী অসুস্থ হয়ে পড়ার ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ বা জেলা স্বাস্থ্যদপ্তরের কোন প্রতিক্রিয়া মেলেনি। 
উল্লেখ্য হাম ও রুবেলা ভ্যাকসিন নেবার পরে অসুস্থ্য হয়ে শিলিগুড়ি মহকুমার খড়িবাড়ি ব্লকের বাতাসির শ্যামধন জোত উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেনীর ছাত্রী অনন্যা সরকার (১৩) সোমবার বিকেলে শিলিগুড়ি জেলা হাসপাতালে মারা যায়। সোমবার স্কুলের অন্যান্য পড়ুয়াদের সাথে স্কুল থেকেই হাম ও রুবেলার ভ্যাকসিন নিয়েছিলো ছাত্রীটি।

বাড়ি ফেরার সময় আচমকাই অসুস্থ হয়ে পড়লে ছাত্রীটিকে দ্রুত চিকিৎসার জন্য স্থানীয় বাতাসি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ছাত্রীটির শারিরীক অবস্থার আরো অবনতি ঘটলে তাকে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসাধীন অবস্থায় সোমবার বিকেলে জেলা হাসপাতালের আইসিইউ'তে মারা যায় অষ্টম শ্রেনী ওই ছাত্রীটি। পর পর দুটি ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে শিলিগুড়ি সহ সংলগ্ন অঞ্চলে।


রুবেলা ভ্যাকসিন নেবার পরে ছাত্রীর অসুস্থ হয়ে পড়া প্রসঙ্গে মঙ্গলবার শিলিগুড়ি জেলা হাসপাতালের সুপার চন্দন ঘোষ বলেন, স্কুল থেকে কোন খবর পাইনি। প্রচন্ড ঠান্ডার কারণেও অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। অসুস্থতার কারণ সঠিকভাবে বলতে পারছি না। খোঁজ নেব।
 

Comments :0

Login to leave a comment