পেট্রোল রেঞ্জের বাংলোর পুকুরে। নবমীর সকালে প্রত্যন্ত লোনা মাটির দেশে সাঁতার প্রতিযোগিতাকে কেন্দ্র করে উন্মাদনা ছিল তুঙ্গে। অতিথি হিসাবে ছিলেন প্রাক্তন বিধায়ক নিরাপদ সরদার, সুভাষ সর্দার।
আয়লআ,আমফান ইয়াসের ক্ষত এখনও দগদগে। আকাশে কালো মেঘের আনাগোনা শুরু হলেই আতঙ্ক বাসা বাঁধতে মনে। ভঙ্গুর নদীবাঁধ। বঙ্গোপসাগরে নতুন করে গভীর নিম্নচাপের ভ্রুকুটি।ভয়ের পরিবেশে ক্ষনিকের আনন্দ ভাগ করে নিতেই এই সাঁতার প্রতিযোগিতা। বলছিলেন পুজো উদ্যোক্তাদের কেউ কেউ।
Comments :0