Tea Workers Protest

মজুরি না পেয়ে পথ অবরোধ চা শ্রমিকদের

জেলা

কাজ করেও মিলছে না বেতন। বকেয়া বেতনের দাবিতে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেবপাড়া চা বাগানের শ্রমিকরা। ডুয়ার্সের বানারহাট ব্লকের অনেক চা বাগানের শ্রমিকদের মুজুরি বকেয়া রেখেছে মালিক পক্ষ। কেন্দ্রীয় সরকারি বেসরকারি সব বাগানে একই ছবি। শ্রমিকদের ক্রমেই ধৈর্য্যের বাঁধ ভাঙ্গছে। গত শুক্রবার দেবপাড়া চা বাগানের শ্রমিকরা বানারহাট থানার সামনে আট ঘন্টা ধরে বসে থেকে বিক্ষোভ দেখান। পুলিশের আশ্বাস পেয়ে সেদিন তাঁরা বাগানে ফিরে যান। পর দিন শনিবার কেন্দ্রীয় সরকারের অধিগৃহীত এন্ড্রু ইওল কোম্পানি পরিচালিত চুনাভাটি চা বাগানের  শ্রমিকরা ভারত ভুটান সীমান্তের সার্ক রোড অবরোধ করেন আট ঘন্টা। এবারেও পুলিশ  আশ্বাস দেয় সমস্যা সমাধানের। এই কয়দিনের মধ্যে বাগান মালিক পক্ষ বকেয়া কয়েক  সপ্তাহের মুজুরি দিতে অসমর্থ থাকে। ফের সোমবার দেবপাড়া চা বাগানের শ্রমিকরা মুজুরির দাবিতে প্রায় নয় ঘন্টা জাতীয় সড়কের উপর বসে থাকে। এরপর পুলিশের ডিএসপি আসেন বিরাট পুলিশ বাহিনী নিয়ে। ডেকে আনা হয়  বাগান ম্যানেজার কেও। কিন্তু শ্রমিকদের দাবি মানতে রাজি হননি বাগান ম্যানেজার। সন্ধ্যার পর জলপাইগুড়ি থেকে সহকারী শ্রম কমিশনার  চিঠি পাঠিয়ে বাগান মালিক পক্ষ এবং শ্রমিক ইউনিয়ন গুলির নেতৃত্বকে জানান মঙ্গলবার সভা করা হবে। এরপর অবরোধে বসে থাকা শ্রমিকরা ভুখা পেটে মহল্লায় ফিরে যান এবং তাঁরা বলেন, মঙ্গলবার ফয়সালা না হলে অনেক বড় আন্দোলন করা হবে। মহিলা শ্রমিকরা বলেন,  দীপাবলিতে আমরা ঘরে আলো জ্বালাতে পারিনি এখন প্রায় সময় আধপেটা খেয়ে থাকতে হচ্ছে। অনেকের ঘরে অভুক্ত থাকছেন। চা বাগান মজদুর ইউনিয়নের নেতৃত্ব নারায়ণ রাজগোর  বলেন, মঙ্গলবার সভার চিঠি পেয়েছি যাব। কিন্তু এর আগেও সভায় যা সিদ্ধান্ত হয়েছিল  মালিক পক্ষ একটাও মানেনি। রাজ্য সরকার জেলা প্রশাসন মালিক পক্ষকে শ্রমিকদের সব দাবি মেনে নেবার চেষ্টা করেনি। আগামী দিনে এই চা শিল্পে বড় সঙ্কটের অশনিসংকেত আমরা দেখতে পারছি।
 

Comments :0

Login to leave a comment