আইসিসি টি-২০ পুরুষদের ক্রিকেট বিশ্বকাপে রবিবার, ৯ই জুন, ভারত বনাম পাকিস্তান। খেলা নিউ ইয়র্ক শহরের নাসা কাউন্টি স্টেডিয়ামে।
গত বুধবার, ৫ জুন, ভারত আয়ারল্যান্ডের বিরুদ্ধে আট উইকেটে জয়ী হয়েছে। গ্রুপে দুই নম্বরে ভারত। ভারতের বর্তমান নেট রান রেট ৩.০৬৫।
কিন্তু আমেরিকার সঙ্গে হেরে পাকিস্তান রয়েছে গ্রুপ টেবিলের চতুর্থ স্থানে। পাকিস্তানের বর্তমান নেট রান রেট ০.০০০।
রবিবারের ম্যাচে ভারতের প্রথম একাদশ কী হবে তা নিয়ে চলছে আলোচনা। রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, যসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ, আরশদীপ সিং। অতিরিক্ত: যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসন, যুজবেন্দ্র চাহাল। এমন টিম কম্বিনেশনের সম্ভাবনা শোনাচ্ছেন বিশেষজ্ঞদের অনেকে।
রোহিত শর্মা আয়ারল্যান্ডের বিরুদ্ধে হাফ সেঞ্চুরি করে বিশ্বকাপে দুর্দান্ত শুরু করেছিলেন। তিনি যদি পাকিস্তানের ধারালো পেস আক্রমণের বিরুদ্ধে দলকে একই রকম শুরু করতে পারেন, তাহলে টেবিলে সব থেকে শীর্ষে স্থান করে নেবে।
পাকিস্তানের সম্ভাব্য একাদশ নিয়েও চলছে চর্চা। মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), বাবর আজম (অধিনায়ক), উসমান খান, ফখর জামান, শাদাব খান, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, শাহীন শাহ আফ্রিদি, হারিস রউফ, মোহাম্মদ আমির, নাসিম শাহ। অতিরিক্ত: আব্বাস আফ্রিদি, উসমান খান, আবরার আহমেদ- এমন সম্ভাবনা শোনা যাচ্ছে।
টি-২০ পুরুষদের বিশ্বকাপে ভারত ও পাকিস্তানের মধ্যে ১২টি ম্যাচ হয়েছে। যার মধ্যে ভারত ৮টি ম্যাচ ও পাকিস্তান ৩টি ম্যাচে জয়ী হয়েছে। টাই হয়েছে ১টি ম্যাচ।
INDIA PAKISTAN T-20
কাদের মাঠে নামাচ্ছে ভারত, পাকিস্তান?
×
Comments :0