বিদেশের বিভিন্ন জায়গায় সাংসদের প্রতিনিধি দলের জন্য চার সাংসদের নাম পাঠালো কংগ্রেস। কংগ্রেস নেতা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জয়রাম রমেশ এক্সহ্যান্ডেলে লিখেছেন, ‘‘গতকাল সকালে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু লোকসভার বিরোধী দলনেতা এবং কংগ্রেস সভাপতির সাথে যোগাযোগ করে আবেদন জানান সাংসদের প্রতিনিধি দলের জন্য চারজন সাংসদের নাম প্রস্তাব করার জন্য। তার এই বার্তার পরপরই দুপুরে কংগ্রেসের পক্ষ থেকে চারজন সাংসদের নাম পাঠানো হয়েছে সরকারের কাছে।’’
কংগ্রেসের পক্ষ থেকে যেই চারজনের নাম পাঠানো হয়েছে তারা হলেন প্রাক্তন মন্ত্রী আনন্দ শর্মা, গৌরব গগৈ, ডা: সৌয়দ নাসির হোসেন এবং রাজ্যসভার সাংসদ রাজা ব্রার। কংগ্রেসের পক্ষ থেকে যেই তালিকা দেওয়া হয়েছে তাতে নাম নেই থিরুবানান্তাপুরামের কংগ্রেস সাংসদ শশী থারুরের। কিন্তু বিদেশমন্ত্রকের পক্ষ থেকে যেই প্রতিনিধি দলের তালিকা প্রকাশ করা হয়েছে তাতে নাম আছে থারুরের। এমনকি থারুরকে প্রতিনিধি দলের প্রধান বলে উল্লেখ করা হয়েছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে।
কংগ্রেসের চার সাংসদ এবং থারুর ছাড়া প্রতিনিধি দলের বাকি সাংসদরা হলেন বিজেপির রবিশঙ্কর প্রসাদ এবং বিজয়ন্ত পান্ডে, জেডিইউ সঞ্জয় কুমার ঝা, ডিএমকে সাংসদ কানিমোঝি করুনানিধি, এনসিপি (শরদ পাওয়ার) সুপ্রিয়া শুলে, শিবসেনা (একনাথ শিন্ডে) শ্রীকান্ত শিন্ডে।
পাকিস্তানে কুটনৈতিক ভাবে আরও চাপে ফেলতে বিশ্বের বিভিন্ন জায়গায় প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। এর মাধ্যমে দুটি কাজ করতে চাইছে কেন্দ্রীয় সরকার। এক পহেলগাম হামলার ঘটনা এবং পাকিস্তানের ভূমিকা গোটা বিশ্বের কাছে তুলে ধরা, তার পাশাপাশি অপারেশন সিঁদুরের মাধ্যমে সন্ত্রাসবাদ মোকাবিলায় সরকারের যেই মনোবাভ তা বিশ্বের কাছে তুলে ধরা।
গত ২২ এপ্রিল পহেলগামে সন্ত্রাসবাদী হামলায় ২৬ জন পর্যটকের মৃত্যুর পর থেকে পাকিস্তানকে কুটনৈতিক ভাবে কোনঠাসা করতে চাইছে ভারত। সন্ত্রাসবাদীদের ঘাঁটি লক্ষ করে হামলা চালিয়েছে ভারতীয় সেনা। যার নাম দেওয়া হয়েছে অপারেশন সিঁদুর। সেনার পক্ষ থেকে জানানো হয়েছে এই আক্রমণের ফলে ৯টি সন্ত্রাসবাদী ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। তবে এই সবের মধ্যে যুদ্ধ বিরতি এবং কাশ্মীর সমস্যা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের যেই হস্তক্ষেপ তা নিয়ে সমালোচনা শুরু হয়েছে।
Shashi Tharoor
সাংসদের প্রতিনিধি দলের নেতা শশী থারুর

×
Comments :0