Islampur

ইসলামপুরে আক্রান্ত ফরওয়ার্ড ব্লক

রাজ্য

নেতাজির জন্মদিনে দাদাগিরি তৃণমূলের। বাধা দেওয়া হল নেতাজির মূর্তিতে মালা দিতে। মুর্শিদাবাদের ইসলামপুরে ফরওয়ার্ড ব্লকের মিছিল হামলা করল তৃণমূল কংগ্রেস। 
সোমবার বেলা বারোটা নাগাদ মিছিল করে নেতাজির সুভাষ চন্দ্র বসুর মূর্তিতে মাল্যদান করতে যাচ্ছিলেন ফরওয়ার্ড ব্লক নেতা কর্মীরা। ছিলেন প্রাক্তন বিধায়ক, ফরওয়ার্ড ব্লকের মুর্শিদাবাদ জেলা কমিটির সম্পাদক বিভাস চক্রবর্তী। মিছিল নেতাজি মূর্তির কাছাকাছি যেতেই মিছিল আটকায় তৃণমূল কংগ্রেস কর্মীরা। পুলিশের উপস্থিতিতে ফরওয়ার্ড ব্লকের কর্মীদের দিকে তেড়ে যান তৃণমূল নেতারা। তৃণমূল কংগ্রেসের রানিনগর ১ ব্লক সভাপতি মোস্তফা সরকার ওরফে নেতাজুলের নেতৃত্বে হল হামলা। লাঠি উঁচিয়ে তাড়া করা হয় ফরওয়ার্ড ব্লক কর্মীদের। প্রাক্তন বিধায়ক বিভাস চক্রবর্তীর বুকে লাথি মারা হয়। মাটিতে ফেলে চলে মারধর। প্রাক্তন বিধায়কের গায়ে কেরোসিন তেলও ঢেলে দিতে যায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। প্রকাশ্যে দেওয়া হয় খুনের হুমকি। এলাকায় বেশ কিছুক্ষণ চলে তৃণমূলের সন্ত্রাস। 


ঘটনায় রানিনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ফরওয়ার্ড ব্লক নেতারা। থানা থেকে বেড়িয়ে বিভাস চক্রবর্তী বলেন, “ অনুমতি নিয়ে মিছিল করছিল ফরওয়ার্ড ব্লক। পরিকল্পিতভাবে হামলা করেছে তৃণমূল কংগ্রেস”। ঘটনার ছবি তুলতে গেলে মারধর করা হয় এক সাংবাদিককেও। 
যদিও ফরওয়ার্ড ব্লকের দিকেই অভিযোগের আঙুল তুলেছেন রানিনগরের বিধায়ক সৌমিক হোসেন। কেন পতাকা নিয়ে মিছিল করছিল ফরওয়ার্ড ব্লক কর্মীরা ? সেই প্রশ্নও তোলেন সৌমিক। সৌমিকের সাফাই, পতাকা নিয়ে নেতাজি মূর্তিতে মালা দিতে আসার প্রতিবাদ করেছেন স্থানীয়রা। যদিও ছবিতে দেখা গিয়েছে, হামলার নেতৃত্ব দিয়েছেন রানিনগরের তৃণমূল ব্লক সভাপতি। বামফ্রন্ট নেতৃত্ব সাফ জানিয়েছেন, পতাকা নিয়েই মিছিল হবে। 


ইসলামপুরে মিছিলে হামলার তীব্র নিন্দা করেছে মুর্শিদাবাদ জেলা বামফ্রন্ট। জেলা বামফ্রন্ট আহ্বায়ক জামির মোল্লা বলেন, ‘জেলাজুড়ে আবাস ক্ষোভ, দুর্নীতি ঢাকতে মরিয়া তৃণমূল বামপন্থীদের উপর হামলা বাড়াচ্ছে। ফারাক্কায় সিপিআই(এম) নেতার উপর হামলা থেকে এদিন ইসলামপুরে ফরওয়ার্ড ব্লকের মিছিলে হামলা তারই প্রমাণ। রাস্তায় থেকে সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করে প্রতিবাদ করবে বামপন্থীরা। পুলিশ, প্রশাসন নিজের কাজ না করলে প্রতিরোধ হবে”। 
ইসলামপুরের হামলায় দোষীদের গ্রেপ্তারের দাবিতে মঙ্গলবার জেলাজুড়ে মিছিল করবে বামফ্রন্ট। বহরমপুরে কেন্দ্রীয় মিছিল হবে। সাংবাদিক নিগ্রহের নিন্দা করেছে জেলা বামফ্রন্ট।

 

Comments :0

Login to leave a comment