Beaten to Murder

পঞ্চায়েত সদস্যের ভাইপোকে পিটিয়ে খুনের অভিযোগ

জেলা

Beaten to Murder

গাছে বেঁধে এক পঞ্চায়েত সদস্যের ভাইপোকে পিটিয়ে খুনের অভিযোগের ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। ঘটনাটি উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর থানার ইলুয়াবাড়ি এলাকায়। মৃত ওই যুবকের নাম পল্টু ওরাও (২৫)। বাড়ি গোয়ালপোখর থানার ধরমপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের রায়পুর এলাকায়। পরিবার সূত্রে জানা গেছে, ওই যুবক পাঞ্জিপাড়ার শান্তি নগর এলাকায় একটি কাঠ মিলে কাজ করত। প্রতিদিনের মতো শনিবার সন্ধ্যায় বাড়ি থেকে কাজের উদ্দেশ্যে রওনা হয় সে। রাতে গোয়ালপোখর থানার পাঞ্জিপাড়া ফাঁড়ির পুলিশ ইলুয়াবাড়ি এলাকা থেকে ওই যুবককে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়। গভীর রাতে চিকিৎসা চলাকালীন ওই যুবকের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।
শনিবার সকালে পরিবারের লোকজন জানতে পারেন তাকে কেউ বা কারা তাকে বেধড়ক মারধর করেছে। ইসলামপুর মহকুমা ভর্তি রয়েছে। সকালে পরিবারের লোকজন ইসলামপুর মহকুমা হাসপাতালে ছুটে আসলে তাকে মৃত অবস্থায় দেখতে পেয়ে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। মৃত ওই যুবকের আত্মীয় শ্যামল ওরাও জানান, তারা বিভিন্ন সূত্রে জানতে পেরেছেন পল্টুকে চোর সন্দেহে মারধর করা হয়েছে। তার কোন ভুল থাকলে এভাবে মারধর অধিকার কারও নেই। এই ঘটনায় যুক্ত সকল দুষ্কৃতীদের গ্রেপ্তার করে উপযুক্ত সাজার দাবি তোলেন তিনি। ওই গ্রাম পঞ্চায়েতের সদস্য দুলাল মিঞ্জ জানান, এদিন সকালে এক সিভিক ভলেন্টিয়ার তার কাছে জানতে চান এই ছেলেকে তিনি আদৌ চেনেন কিনা ? চিনতে পেরেই তার বিষয়ে খোঁজখবর নিতে শুরু করেন তিনি। পুলিশের কাছে খবর পেয়ে ইসলামপুর মহকুমা হাসপাতালে গিয়ে জানতে পারেন যে পল্টু মারা গেছে। তাকে কি কারণে কে বা কারা মারধর করল বুঝে উঠতে পারছে না পরিবারের লোকজন। অভিযুক্তদের শাস্তির দাবি তুলেছেন পরিবারের সদস্যরা।

Comments :0

Login to leave a comment