জঙ্গলের ভিতর থেকে জ্বালানি কাঠ সংগ্রহ করতে গিয়ে হাতির হামলায় মৃত্যু হল এক মহিলার। ঘটনায় আহত হয়েছে আরো চার জন মহিলা। বুধবার বিকেলে এই ঘটনাটি ঘটেছে বানারহাট থানার খুট্টিমারি জঙ্গলে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
জানা যায়, শালবাড়ি-১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার কিছু মহিলা মাঝে মধ্যেই দলবেঁধে খুট্টিমারীর মোরাঘাট রেঞ্জের অর্ন্তগত জঙ্গলের ভিতরে জ্বালানি কাঠ কুড়োতে গিয়ে থাকেন। এদিনও সেভাবেই গিয়েছিলেন এক দল মহিলা। তাদের দেখতে পেয়ে হাতির পাল তাড়া করে।
হাতির আক্রমণে ঘটনাস্থলেই মৃত্যু হয় ৫৫ বছর বয়সী ধনবালা রায়ের। বাকি চারজন মহিলা পালাতে গিয়ে গুরতর জখম হওয়ায় তাদের উদ্ধার করে বীরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতরা হলেন, সুনিধি রায়(৫০), আলোকা রায়(৫০), নাসিমা বেগম (৩০), নমিতা রায় (৩৮)।
ঘটনায় অনারারি ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন সীমা চৌধুরী বলেন, অত্যন্ত বেদনাদায়ক ঘটনা। আমরা এদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। কিন্তু আমরা বারবার বলেছি জঙ্গলে মানুষের প্রবেশ নিষেধ। এখানে কোনও ঘটনা ঘটলে সরকারিভাবে সাহায্য করা মুশকিল। তবুও মানুষ কথা শোনেনা।
Comments :0