CHHATTISGARH MAOIST OPERATION

ছত্তিশগড়ে গুলির লড়াইয়ে নিহত ৩০ মাওবাদী, দাবি বাহিনীর

জাতীয়

পুরনো ছবি।

ছত্তিশগড়ের নারায়ণপুর-দান্তেওয়াড়া সীমান্তেে গুলির লড়াইয়ে নিহত ৩০। প্রশাসনের দাবি, গুলির লড়াইয়ে এই নিহতরা সবাই মাওবাদী। দান্তেওয়াড়ার একটি জঙ্গলে গুলি চালায় বাহিনী। 

যৌথবাহিনী বলেছে, সাম্প্রতিক সময়ে সব থেকে বড় সাফল্য এই গুলির লড়াই। ঘটনাস্থল থেকে একে সিরিজের বেশ কিছু রাইফেল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী। দাবি, অন্যান্য অস্ত্রও উদ্ধার করা হয়েছে।

ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড এবং স্পেশাল টাস্ক ফোর্স জানিয়েছে, মাওবাদীদের একটি বড় দলের সক্রিয়তার খবর গোয়েন্দাদের কাছে আসে। তারপরই যৌথ অভিযানে নামে ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড এবং স্পেশাল টাস্ক ফোর্স। ওরচা এবং বারসুর থানার অন্তর্গত গোভেল, নেন্দুর এবং থুলথুলি গ্রামে চিরুনি তল্লাশি শুরু করে।

শুক্রবার দুপুর ১২:৩০ নাগাদ নেন্দুর-থুলথুলির কাছে জঙ্গলে সংঘর্ষ শুরু হয়। সেই সংঘর্ষে ৩০ জন মাওবাদী নিহত হয়। কিছু মাওবাদী গভীর জঙ্গলে পালিয়ে গেছে বলে দাবি বাহিনীর। ওই এলাকায় এখনও তল্লাশি অভিযান চালানো হচ্ছে।

Comments :0

Login to leave a comment