Bihar journalist killed

বিহারে সাংবাদিক হত্যাকান্ডে গ্রেপ্তার ৪

জাতীয়

আরারিয়া জেলায় শুক্রবার ভোরবেলায় বাড়িতে গুলি করে একজন সাংবাদিককে হত্যার অভিযোগে অভিযুক্ত চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিমল যাদব নামে নিহত ব্যক্তি দৈনিক জাগরণে কর্মরত ছিলেন। রানিগঞ্জে তার বাড়িতে আসা চারজন তাকে বুকে গুলি করে।
শনিবার, পুলিশ জানিয়েছে যে চার গ্রেপ্তার হওয়া ব্যক্তির মধ্যে দুজন বিমল যাদব হত্যার সাথে জড়িত। বিমলের বাবার দায়ের করা অভিযোগের ভিত্তিতে একটি মামলা দায়ের করা হয়েছে। এফআইআর-এ হত্যাকাণ্ডের আট অভিযুক্তের নাম উল্লেখ করা হয়েছে, যার মধ্যে চারজনকে আজ গ্রেপ্তার করা হয়েছে।
অভিযুক্তরা ২০১৯ সালে বিমল যাদবের ভাইকেও খুন করেছিল৷ বিমল সেই মামলার একমাত্র সাক্ষী ছিলেন এবং তার সাক্ষ্য পরিবর্তন করার জন্য অযথা চাপ দিচ্ছিল অভিযুক্তরা।

Comments :0

Login to leave a comment