Earthquake

ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া

আন্তর্জাতিক

রবিবার সকালে (স্থানীয় সময়) সকাল সাতটা নাগাদ শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়ার কামচটকা উপকূল এলাকা। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৭.২। পরপর কম্পন অনুভূত হয়। জেগে ওঠে আগ্নেয়গিরি। রাজধানী পেট্রোপাভ্লভস্ক- কামচটস্কি থেকে শুরু করে গোটা অঞ্চলেই ভূমিকম্প অনুভূত হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপের কর্মকর্তাদের মতে, রাশিয়ায় ভূমিকম্পটি সকাল ৭টার পরে আঘাত হানে। ভূগর্ভের ৫১ কিলোমিটার গভীরে ছিল কম্পনের উৎসস্থল। এদিন সকাল ৭টা ২১ মিনিটে আবারও মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে পেট্রোপাভলভস্ক-কামচাটস্কি এলাকায়।  তীব্র কম্পন অনুভূত হওয়ার পরেই সুনামি সতর্কতা জারি করা হয়। সুনামির সতর্কতা জারি করেছেন মার্কিন ভূতাত্ত্বিক জরিপ বিভাগ। পরে তা বাতিল হয়ে করে দেয়। বলা হয় বিপদ কেটে গেছে।  রাশিয়ার জরুরি মন্ত্রক সুনামির কোনো সতর্কতা জারি করেনি। রাশিয়ার পূর্ব উপকূলের কামচাতকা প্রদেশে বেশ কয়েকটি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে। সেগুলি থেকে স্বাভাবিক ভাবে অগ্নুৎপাত না হলেও ভূমিকম্পের কারণে জেগে ওঠে একটি আগ্নেয়গিরি। কালো ধোঁয়া বেরোতে শুরু করায় আতঙ্কে রয়েছেন কামচাতকা প্রদেশের মানুষ। তবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

Comments :0

Login to leave a comment