DHUPGURI RALLY

ধূপগুড়িতে সমাবেশ আজ, প্রস্তুতি তুঙ্গে, পৌঁছলেন সেলিম

রাজ্য জেলা

ধূপগুড়িতে সমাবেশে আসতে শুরু করেছে জনতা। ছবি: সঞ্জিত দে

কর্পোরেটের সঙ্গে সাম্প্রদায়িকতার বোঝাপড়া দেশকে কোন অন্ধকারে নিয়ে যাচ্ছে? এ প্রশ্ন হচ্ছে লক্ষ টাকার প্রশ্ন। কেন দেশে এত খাদ্যহীনতার মৃত্যু? কেন শিশু মৃত্যু?

এমন প্রশ্ন তুলে ধূপগুড়িতে উপনির্বাচনের প্রচার তুঙ্গে তুলেছে বামফ্রন্ট। শুক্রবার ধূপগুড়িতে সমাবেশ বামফ্রন্টের। এই কেন্দ্রে বামফ্রন্ট সমর্থিত সিপিআই(এম) প্রার্থী ঈশ্বরচন্দ্র রায়কে ভোট দেওয়া আহ্বান জানিয়েছে কংগ্রেসও। সমাবেশে বক্তব্য রাখবেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম এবং প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। 

এদিন সকালেই জলপাইগুড়িতে সিপিআই(এম) জেলা দপ্তরে পৌঁছেছেন মহম্মদ সেলিম। রওনাও হয়েছে ধূপগুড়ির উদ্দেশে। সিপিআই(এম) জেলা সম্পাদক সলিল আচার্য জানিয়েছেন সমাবেশকে ঘিরে প্রচার হয়েছে বাড়ি বাড়ি। মিছিল করে সমাবেশে যোগ দেবেন জনতা। তিনি বলেছেন, ‘‘দুর্নীতি-লুট এবং বিভাজনের রাজনীতি চালাচ্ছে তৃণমূল এবং বিজেপি দু’দলই। জনতার অধিকার বিপন্ন। দুই শক্তিই জনবিরোধী। দুই শক্তিকেই পরাজিত করতে হবে।’’ 

তিনি বলেছেন, ‘‘দুই শাসক দল একে অপরের পৃষ্ঠপোষক। ওদের বোঝাপড়া স্বার্থগন্ধি এবং অতল স্পর্শী।’’ তিনি বলেন, ‘‘বিকল্প, বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তি তাদের সামনে তুলে এনে দায়িত্ব দিতে পারলে দেশ বাঁচতে পারে। এই পথটাই বেছে নেওয়া উচিত।’’

ধূপগুড়িতে এদিন সকালে ছাত্র শহীদ দিবস পালন করেছেন এসএফআই কর্মীরা। বক্তব্য রেখেছেন, এসএপআই সাধারণ সম্পাদক ময়ূখ বিশ্বাস। তিনি বলেছেন, ‘‘একদিকে কাজের অভাবে রাজ্যের আর পাঁচ জায়গার মতো ধূপগুড়ি থেকেও বিপুল অংশের যুবকে অন্যত্র চলে যেতে হচ্ছে কাজের সন্ধানে। আরেকদিকে চলছে বিভাজনের রাজনীতি। আইসিডিএস কেন্দ্রগুলি বন্ধ। অথচ দুর্নীতি লাগামহীন।’’ 

বামফ্রন্ট প্রচারে বলেছে, ‘‘প্রশ্ন করবেন না দেশের জাতীয় সংহতি সম্প্রীতি বিপদের মধ্যে কেন ? শাসককূল কি করছে? আরএসএস’র হাতে গড়া এই দুই শাসক দল তাদের কার্যক্রমের মধ্য দিয়ে জনপ্রিয়তা ধ্বংস করে ফেলেছে।’’

বামফ্রন্ট প্রচারে বলেছে, ‘‘প্রশ্ন করবেন না কেন আমাদের দেশের বহুত্ববাদ ধ্বংস করা হচ্ছে এবং ভারতীয়ত্ববোধ আক্রান্ত? প্রশ্ন করবেন না কেন ভারতবর্ষের ধর্মনিরপেক্ষ গণতন্ত্র বিপদের গাড্ডায় পড়ে আছে? প্রশ্ন করবেন না কেন শ্রমিকের কৃষকের অর্জিত অধিকার বিনষ্ট করে দেয় রাষ্ট্রশক্তি? প্রশ্ন করবেন না সামাজিক ন্যায় কেন অন্যায়ের চাপে বিধ্বস্ত? জল জঙ্গল জমি কেন আদিবাসী সমাজের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হচ্ছে? প্রশ্ন করবেন না কেন জাতীয় সম্পত্তি জলের দরে কর্পোরেটের হাতে সঁপে দিচ্ছে!’’ প্রশ্ন উঠেছে জাতীয় অর্থনীতির সার্বভৌমত্ব ক্ষুন্ন হচ্ছে কেন? প্রশ্ন করবেন না নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম রোজ রোজ কেন বাড়ছে? কবে বন্ধ হবে এই মূল্য বৃদ্ধির নীতি? নয়া উদারনীতির লাগু হওয়ার পর থেকে দেশের বৈদেশিক নীতি এদিক ওদিক হয়েছে কেন?’’ 

Comments :0

Login to leave a comment