প্রায় দশ হাজার কর্মীকে ছেঁটে ফেলবে আমাজনও। ই-কমার্স বহুজাতিকের এই পরিকল্পনা জানিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ‘নিউ ইয়র্ক টাইমস’। গত কয়েকদিনের মধ্যে টুইটার এবং ফেসবুকের পরিচালক মেটা বড় সংখ্যায় কর্মী ছাঁটাইয়ের রাস্তায় নেমেছে।
‘নিউ ইয়র্ক টাইমস’-র প্রতিবেদন জানাচ্ছে যে আমাজন প্রযুক্তি এবং ডিভাইস বিভাগে কর্মী ছাঁটবে। ‘ভয়েস অ্যাসিস্ট্যান্ট’ পরিষেবা বিভাগে কর্মী ছাঁটাই করা হবে। প্রতিবেদন জানাচ্ছে, কর্পোরেট কর্মীর তালিকা থেকে ৩ শতাংশ কমিয়ে দেওয়া হবে। বিশ্বে আমাজনের মোট কর্মীর সংখ্যা প্রায় ১৬ লক্ষ। তবে কর্পোরেট তালিকায় নামের অনুপাত কম।
গত সপ্তাহেই টুইটার অর্ধেক কর্মী কমানোর সিদ্ধান্ত জানিয়েছে। টেসলার মালিক ইলন মাস্ক টুইটার কেনার পরই কর্মী কমানো সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। মেটার সিইও মার্ক জুকেরবার্গও জানিয়েছে ১১ হাজার কর্মীকে ছেঁটে ফেলবে তাঁর সংস্থা। গত কয়েক সপ্তাহে তথ্য প্রযুক্তি ক্ষেত্র একাধিক বহুজাতিক কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে।
করোনা মহামারীর সময় মুনাফা লাফিয়ে বেড়েছিল আমাজনের। বাজার দোকান বন্ধ থাকায় বিশ্বের বিভিন্ন প্রান্তে ই-কমার্সের মাধ্যমে কেনাকাটা বেড়ে গিয়েছিল। ভারতের মতো বহু দেশে কাজ হারানো পরিবারের কমবয়সীরা আমাজনের মতো ই-কমার্স সংস্থায় ঠিকা কাজে নাম লিখিয়েছেন। বাজার বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে ক্লাউড কম্পিউটিং পরিষেবা থেকেও আয় ভালো হয়েছিল আমাজনের। ই-কমার্সের ব্যবহার বাড়ায় কর্মীও কিছু বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল সংস্থা। আমাজনের মালিক জেফ বেজোস বিশ্বের সবচেয়ে ধনীদের অন্যতম। ওয়াশিংটন পোস্ট পত্রিকাও কিনেছিলেন বেজোস।
Comments :0