Fraudsters Arrested

টাওয়ার বাসনোর নামে প্রতারণা, দুই মহিলা সহ ধৃত ১০

রাজ্য

একটি বহুজাতিক বেসরকারি সংস্থার মোবাইল টাওয়ার বাসনোর নামে প্রতারণার অভিযোগে দমদম, শ্যামনগর, বাগুইআটি, মধ্যমগ্রামে অভিযান চালিয়ে ১০ জন প্রতারককে গ্রেপ্তার করলো আসানসোল সাইবার থানার পুলিশ। ধৃতদের মধ্যে দুইজন যুবতীও রয়েছে। বৃহস্পতিবার ধৃতদের আসানসোল জেলা আদালতে পেশ করে পুলিশ হেপাজত চাওয়া হয়েছে। এদিন আসানসোলে সাংবাদিক সম্মেলন করে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ২০২৩ সালের ৫ মার্চ আসানসোল ( উত্তর) থানায় প্রতারণার অভিযোগ দায়ের হয়েছিল। জনৈক ধীরেন মাজির কাছ থেকে প্রতারকরা কয়েক দফায় বিভিন্ন অ্যাকাউন্টে ২৪ লক্ষ ২২ হাজার টাকা হাতিয়ে নেয়। মোবাইল টাওয়ার বসিয়ে মাসে মাসে মোটা টাকা ভাড়া বাবদ দেওয়া হবে এবং একজনের চাকরিও দেওয়া হবে বলেছিল প্রতারকরা। পরে তদন্ত ভার হাতে নেয় আসানসোল সাইবার থানা। ধৃতদের কাছ থেকে ২টি ল্যাপটপ, ২২টি মোবাইল ফোন এবং বিভিন্ন নথি উদ্ধার করা হয়েছে।

Comments :0

Login to leave a comment