indian super league

আইএসএলের প্রথম সেমিফাইনাল

খেলা

BFC vs FCG 1st leg of 1st semifinal ISL

বুধবার আইএসএলের প্রথম সেমির প্রথম পর্বে কান্তিরাভায় নামবে বেঙ্গালুরু ও এফসি গোয়া। খেলা শুরু সন্ধ্যা ৭:৩০টায়। ১২তারিখের ফাইনাল খেলতে বুধবার বড় পরীক্ষার সামনে সুনীল এবং সাদিকুরা। এখনও পর্যন্ত আইএসএলে মোট ১৫বারের মুখোমুখি সাক্ষাতে ৭বারই জিতেছে বেঙ্গালুরু। ৪বার জিতেছে গোয়া। মানালো মার্কেজের দল এই মরশুমে ভালো পারফরম্যান্স করলেও জিততে পারেনি শিল্ড। এবার সেই দুঃখ মেটাতে বদ্ধ পরিকর গোয়া তথা ভারতীয় দলের  কোচ মানালো মার্কেজ। তার দলে সাদিকু , উদান্তা , ব্রেন্ডনরা ছাড়াও জয় গুপ্ত , ব্রিসন ফার্নান্দেজদের মতো যুব প্রতিভারাও রয়েছে। বেঙ্গালুরু দলে সুনীল , সুরেশদের মতো ভারতীয়দের সঙ্গে রয়েছে নগুয়েরা , জর্জে মেন্ডেজ , পেরেরা ডিয়াজদের মতো বিদেশিরা। ফলে প্রথম পর্বের ম্যাচে ঘরের মাঠ কান্তিরাভায় বেশি সংখ্যক গোলে জয় তুলে নিতে চাইছে জারাগোজার দল বেঙ্গালুরু এফসি। বেঙ্গালুরুর ডিফেন্ডার জোভানোভিচ এই আইএসএল শেষেই অবসর নেওয়ার কথা আগেই ঘোষণা করেছিলেন। তাই বুধবার কান্তিরাভায় শেষ ম্যাচটিকে স্মরণীয় করে রাখতে চান জোভানোভিচ।  

 

Comments :0

Login to leave a comment