Indian Super League

প্রথম পর্বে জয় বেঙ্গালুরুর

খেলা

BFC vs FCG ISL ছবি সৌজন্য - বেঙ্গালুরু এফসি অফিসিয়াল ফেসবুক পেজ

আইএসএলের প্রথম সেমিফাইনালের প্রথম পর্বে জয় পেল বেঙ্গালুরু এফসি। খেলার ফল ২-০ । এফসি গোয়াকে হারাল সুনীলরা। ম্যাচের প্রথমার্ধের ৪২ মিনিটে সন্দেশের আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে গোয়া। ৫১ মিনিটে সেই রক্ষণের ভুলেই ব্যাবধান বাড়ান এডগার মেন্দেজ। কান্তিরাভায় প্রথম পর্বে ২-০ গোলে জয়ের ফলে অ্যাডভান্টেজ বেঙ্গালুরুর।আগামী ৬ তারিখ দ্বিতীয় পর্বের ম্যাচে গোয়ার ফতর্দায় অন্তত ৩-০ গোলের ব্যবধানে জিততে হবে মানালো মার্কেজের দলকে।

Comments :0

Login to leave a comment