বই | মুক্তধারা
প্রকৃত ইতিহাস ভাবনার প্রয়াস
কৃশানু ভট্টাচার্য্য
ভারতের স্বাধীনতা আন্দোলনের সুদীর্ঘ ইতিহাসে ভারতের কমিউনিস্ট পার্টি তথা যে সমস্ত বীর বিপ্লবী রাজনৈতিক সংগঠক অবদান রেখেছেন এবং পরবর্তীকালে কমিউনিস্ট মতাদর্শে বিশ্বাসী শুরু হয়ে আজীবন রাজনীতি করে গেছেন তাদের অবদানকে একত্রিত করবার গ্রহন করেছেন সমকালকথা পত্রিকা। পত্রিকার পক্ষ থেকে প্রকাশিত হয়েছে একটি পুস্তিকা। "ভারতের স্বাধীনতা আন্দোলনে কমিউনিস্টদের অবদান"- লিখেছেন দীর্ঘদিনের রাজনৈতিক কর্মী সুবীর সেনগুপ্ত। ১৯১৭ সালে রুশ বিপ্লবের প্রভাবে ভারতবর্ষে মার্কসবাদ লেনিনবাদের প্রয়োগ এবং সেই সময়ে রাজনৈতিক ব্যক্তিত্ব যেমন ডক্টর ভূপেন্দ্রনাথ দত্ত মহেন্দ্র প্রতাপ বীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায় সহ প্রথম সারির নেতৃত্বের অবদান এই বইটিতে আলোচিত হয়েছে। আলোচনায় উঠে এসেছে মানবেন্দ্রনাথ রায়ের কথা। যে পরিস্থিতির মধ্য দিয়ে ভারতবর্ষে এবং ভারতবর্ষের বাইরে বিপ্লবীরা সংগঠিত হতে শুরু করেছিলেন এবং তার পিছনে মার্কসবাদ লেলিনবাদের যে প্রভাব বিস্তৃত আকারে লেখক তার এই বইয়ের মধ্যে আলোচনায় এনেছেন। এনেছেন শ্রমিক সংগঠন এ আই টি ইউ সি প্রতিষ্ঠার কথা। এর পরবর্তী সময়ে ১৯২৯ সালের ঐতিহাসিক মিরাট ষড়যন্ত্র মামলার প্রেক্ষাপট তিনি ব্যাখ্যা করেছেন। দেখিয়েছেন কিভাবে ভারতবর্ষের পূর্ণ স্বরাজের দাবিতে কলকাতায় বা দেশের বিভিন্ন প্রান্তে কমিউনিস্টরা প্রথম সারিতে দাঁড়িয়ে থেকে আন্দোলন করেছেন। উঠে এসেছে সারা ভারত কিষান সভা গঠনের কথা। তার সঙ্গে সঙ্গে জগতের মানুষদের একত্রিত করে প্রগতি লেখক সংঘ প্রতিষ্ঠা এবং তার মধ্যে দিয়ে কবিতা গান ছবির মাধ্যমে স্বরাজ এবং স্বাধীনতা প্রতিষ্ঠার লড়াইও লেখক উল্লেখ করেছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে সারা পৃথিবীতে যখন ফ্যাসিবাদ একটা বিরাট বিপদ হিসেবে মাথাচাড়া দিয়ে উঠছে সেই সময়ে এদেশের কমিউনিস্টরা কিভাবে লড়াই করেছিলেন এবং তীব্র প্রতিকূলতার মধ্যে দিয়েও নিজেদের মতাদর্শগত অবস্থানকে সুস্পষ্ট ভাবে ঘোষণা করেছিলেন সে কথা রয়েছে এই পুস্তিকায়। দেশভাগ এবং দাঙ্গা মোকাবিলায় কমিউনিস্টদের উজ্জ্বল অবস্থান, আজাদ হিন্দ বাহিনীর সেনাদের মুক্তির দাবি এবং নৌ বিদ্রোহের পাশে তাদের উল্লেখযোগ্য সমর্থন উঠে এসেছে আলোচনায়। এক কথায় তথ্য পরিসংখ্যান এবং প্রমাণ হাজির করে লেখক স্বাধীনতা আন্দোলনে কমিউনিস্টদের অবদানকে প্রাঞ্জলভাবে উপস্থাপিত করেছেন। পুস্তিকাটির উল্লেখযোগ্য দিক হলো ১৫ জন কমিউনিস্ট বিপ্লবী প্রতিকৃতি যা হারামি দিনের পাঠকদের কাছে প্রকৃত সত্যকে তুলে ধরতে বিশেষভাবে সহায়ক হবে।
ভারতের স্বাধীনতা আন্দোলনে কমিউনিস্টদের অবদান - সুবীর সেনগুপ্ত সমকাল কথা, মূল্য ৩০ টাকা
Comments :0