Mohun Bagan Alberto

বাগান অনুশীলনে নজরে আলবার্তো

খেলা

মোহনবাগানের সিনিয়র টিমের অনুশীলন। সোমবার একে একে টানেল দিয়ে বেরোচ্ছিলেন সাহাল, কামিংস, লিস্টোন, মনবীররা। তবে রবিবার সকালে কলকাতায় পৌঁছানো বাগানের নতুন স্প্যানিশ ডিফেন্ডার আলবার্তোই ছিলেন নজরের কেন্দ্রবিন্দুতে। প্রায় ৬ ফুট ৩ ইঞ্চির দীর্ঘকায় শরীরটা নিয়ে যখন তিনি মাঠে প্রবেশ করলেন , তখন সমস্ত বাগানজনতা উল্লাসে ফেটে পড়লেন । 
মোলিনার স্প্যানিশ সহকারীই আজ প্রধানত অনুশীলন করাচ্ছিলেন। হাল্কা ওয়ার্ম আপের পর শুরু হয় সিচুয়েশন প্র্যাকটিস। তারপর দুটি দলকে ভাগ করে শুরু হয় পাসিং প্র্যাকটিস। 
সোমবার প্রথম দিনের প্র্যাকটিসেই বোঝা গেলো যে স্পেন থেকে যথেষ্ট ফিট হয়েই এসেছেন আলবার্তো রদ্রিগেজ। আগামী ৮ তারিখের ম্যাচে তাঁকে প্রথম একাদশে দেখলে অবাক হওয়ার কিছুই নেই। ধীরাজ ও বিশাল অনুশীলনে ব্যস্ত ছিলেন গোলকিপার কোচের সাথে। সব মিলিয়ে আজ ৮ তারিখের জন্য পুরোদমেই অনুশীলন সাড়লো মোলিনা ব্রিগেড । 
এদিন যদিও সিনিয়র দলের অনুশীলনে যোগ দিতে পারেননি ম্যাকলারেন। 
জেমি ম্যাকলারেন কাঁধে সামান্য চোট পেয়েছেন। তাই হয়তো আজ অনুশীলনে আসেননি তিনি। তবে ৮ তারিখের ম্যাচে তিনি খেলবেন কিনা সেটা নিয়ে রয়েছে জোর জল্পনা।

Comments :0

Login to leave a comment