বইকথা — নতুনপাতা, বর্ষ ৩
রবীন্দ্রনাথকে নিয়ে ' রবীন্দ্র চরিত'
কৃশানু ভট্টাচার্য
বিজনবিহারী ভট্টাচার্য বাংলা গদ্য সাহিত্য সমালোচকদের তালিকায় একজন উল্লেখযোগ্য ব্যক্তি। স্বাভাবিকভাবেই তার লেখা বই মানেই বড়দের কাছে অত্যন্ত সুখপাঠ্য একটি সৃষ্টি। কিন্তু সেই মানুষটি ছোটদের জন্য ছোটদের মতন করে রবীন্দ্রনাথ ঠাকুরের অসামান্য জীবনকে তুলে ধরেছিলেন একটি অসাধারণ বইয়ের মধ্যে। বইটির নাম রবীন্দ্র চরিত। সম্ভবত এই বইটি এখন আর পাওয়া যায় না। ১৯৬১ সালে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম শতবর্ষ উপলক্ষে বঙ্গীয় প্রকাশক এবং পুস্তক বিক্রেতা সভা এই বইটি প্রকাশ করেছিল। বইটির প্রকাশের উদ্যোগ গ্রহণ করেছিলেন পশ্চিমবঙ্গ রবীন্দ্র শতাব্দি জয়ন্তী সমিতি। বইটিতে খুব সহজ সরল ভাবে রবীন্দ্রনাথের জীবনের বিভিন্ন পর্ব তুলে ধরা হয়েছিল। এতে ছিল তার জোড়াসাঁকো ঠাকুরবাড়ি জীবনের কথা। এর পরবর্তীকালে বিলেতে যাওয়া, জমিদারি দেখা, স্বদেশী আন্দোলন, ভারতী স্থাপন পৃথিবীর বিভিন্ন দেশে ভ্রমণ জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের পরে নাইটহুড ত্যাগ এবং সেই সঙ্গে তার উল্লেখযোগ্য সাহিত্য সৃষ্টির কথা। প্রতিটি আলোচনার ক্ষেত্রেই রবীন্দ্রনাথের রচনার প্রাসঙ্গিক অংশ উদ্ধৃত করেছিলেন লেখক।
বইটির মুখবন্ধে লেখক বলেছিলেন, " বাংলা বর্ণ জ্ঞান আছে অথচ উচ্চ শিক্ষার সুযোগ পান নাই এমন লোকের সংখ্যা আমাদের দেশে নিতান্ত কম নয়। এই অনতি শিক্ষিত বিপুল জনসমষ্টিকে রবীন্দ্রনাথের জীবন ও কর্ম সাধনার সহিত পরিচিত করিয়া দিবার উদ্দেশ্যে, পশ্চিমবঙ্গ রবীন্দ্র শতাব্দি জয়ন্তী সমিতি একটি গ্রন্থ প্রণয়নের অভিপ্রায় করেন। তদঅনুসারে রবীন্দ্র চরিত রচিত হইল।
এই গ্রন্থের ভাষা যথাসম্ভব সহজ করা হইয়াছে। সহজ শব্দটার মধ্যে স্বাভাবিকতার ইঙ্গিত আছে সহজ করিবার আটতান্ত্রিক প্রয়াসে ভাষা অস্বাভাবিক হইয়া পড়ে এবং ভাষা তাহার স্বরূপ হারায় যাহা দাতা ও গ্রহীতা উভয়ের পক্ষেই বিড়ম্বনার বিষয়। বর্তমান গ্রন্থ রচনা সময় এই কথাটি একবারও ভুলি নাই।"
রবীন্দ্রনাথ তাঁর রচনায় একবার বলেছিলেন সহজ কথা যায় না বলা সহজে। রবীন্দ্রনাথের জীবনের বৈচিত্রমন্ডিত অভিজ্ঞতার বিবরণ কখনোই খুব একটা সহজ কাজ নয়। বিজনবিহারী ভট্টাচার্য এই কঠিন কাজটিকেই বড় সহজে করেছিলেন।
Comments :0