bomb blast

বিস্ফোরণে উড়লো টিনের চাল, তদন্ত পুলিশ

জেলা

পরিত্যক্ত বাড়িতে বোমা বিস্ফোরণ। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের ফরিদপুর থানার আরতি গ্রামের বান পাড়া এলাকায়।ঘটনাস্থলে গেছে স্থানীয় থানার পুলিশ। ঘটনায় আতঙ্কিত এলাকার মানুষ।
স্থানীয় সূত্রে জানা গেছে ওই বাড়িটি অনেকদিন ধরেই পরিত্যক্ত ছিল। ওই বাড়িতে বোমা মজুত করা হত বলে অভিযোগ করেছে স্থানীয় বাসিন্দারা। বিস্ফোণের তীব্রতা এতটাই বেশি ছিল যে বাড়ির মাথায় থাকা টিনের চাল পর্যন্ত উড়ে গেছে। বাড়ির একাংশ ভেঙে পড়েছে। বিস্ফোরণের ফলে এক শিশু আহত হয়েছে বলে জানা যাচ্ছে। পুলিশ জানিয়েছে যে বাড়িটিকে সিল করে দিয়েছে। কী ধরণের বিস্ফোরক ছিল তা দেখার জন্য ফরেন্সিক দল নিয়ে এসে নমুনা সংগ্রহ করা হবে।

Comments :0

Login to leave a comment