বর্ষা বিদায় নিলেও বৃষ্টি থেকে রেহাই পাচ্ছে না বাংলা। রবিবারও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা গোটা দক্ষিণবঙ্গ জুড়ে। রবিবার থেকে কমতে পারে বৃষ্টি।
উত্তরবঙ্গের দার্জিলিঙ, কালিম্পঙ এলাকায় জারি থাকবে হালকা বৃষ্টির দাপট। জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারেও হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। দক্ষিণের বাকি জেলাতে শুষ্ক আবহাওয়া থাকবে। কিন্তু ফের ২২ তারিখ থেকে গোটা দক্ষিণবঙ্গে আবহাওয়া পরিবর্তন হবে। হালকা বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা আছে। ২৩ অক্টোবর থেকে বাড়বে বৃষ্টি।
আশঙ্কা, আগামী ২০ অক্টোবর আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। সেই ঘূর্ণাবর্ত যখন মধ্য বঙ্গোপসাগরে আসবে তখন সেই ঘূর্ণাবর্তটি শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে। যার অভিমুখ থাকবে উত্তর ও উত্তর-পশ্চিম দিকের ওড়িশা ও অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে। সেই নিম্নচাপের প্রভাব বুধবার থেকে পড়বে বাংলাতে। দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতে হালকা ও মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে।
আবহাওয়া দপ্তরের তরফে সতর্কতা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের আগামী ২৩ তারিখ পর্যন্ত গভীর সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করেছে।
RAIN BENGAL
চলবে বৃষ্টি, ভোগান্তি আগামী সপ্তাহেও
×
Comments :0