Bharat Ratna for former PMs Charan Singh and PV Narasimha Rao, scientist Swaminathan

প্রাক্তন প্রধানমন্ত্রী চরণ সিং, পিভি নরসিমা রাও, বিজ্ঞানী স্বামীনাথনকের ভারতরত্ন

জাতীয়

প্রাক্তন প্রধানমন্ত্রী চৌধুরি চরণ সিং এবং পিভি নরসিমা রাও এবং কৃষি বিজ্ঞানী এমএস স্বামীনাথনকে মরণোত্তর ভারতরত্ন সম্মানে ভূষিত করল কেন্দ্রীয় সরকার। এর আগে প্রবীণ বিজেপি রাজনীতিবিদ তথা বাবরি ধ্বংসের অন্যতম কান্ডারি লালকৃষ্ণ আদবানি এবং বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী কর্পুরি ঠাকুরকে দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান ভারতরত্ন দেওয়ার কথা ঘোষণা করেছিল সরকার।

Comments :0

Login to leave a comment