বিজলি জেন কিং কাপের প্লে অফের যোগ্যতাঅর্জন করল ভারতীয় দল। দক্ষিণ কোরিয়াকে ২-১ ফলফলে পরাস্ত করে প্লে অফে জায়গা করে নিল ভারতীয় টেনিস দল। ২০২০এর পর ফের একবার এই প্রতিযোগিতার প্লে অফে জায়গা করে নিল তারা। নিজের অভিষেক ম্যাচে শ্রীভাল্লি সহ্যান পার্কার বিরুদ্ধে দারুন লড়াই করেন। বর্তমানে ২৪৮র্যাংক এই টেনিস তারকার। হায়দরাবাদের শ্রীভাল্লি ২ঘন্টার লড়াইয়ে ৫-৭, ৬-৩ , ৭-৬ ফলাফলে জয়ী হন। দ্বিতীয় ম্যাচে ডায়েওন ব্যাকের কাছে হারেন সাহাজা ইয়ামালাপল্লী। ৩-৬ ও ৪-৬ ব্যবধানে পরাজিত হন তিনি। অঙ্কিতা রায়না ও প্রার্থনার লড়াইই মূলত জয় এনে দেয় ভারতকে । প্লে অফের দলগুলিকে মোট তিনটি গ্ৰুপে ভাগ করা হবে। গ্ৰুপের বিজয়ী দল সুযোগ পাবে পরবর্তী ২০২৬ যোগ্যতাঅর্জন পর্বের লড়াইয়ে খেলার।
bijlee jean king cup
বিজলি জেন কিং কাপের প্লে অফে ভারত

×
Comments :0