hawkers eviction CITU

বিকল্প ব্যবস্থা না করে হকার উচ্ছেদ চলবে না, দাবি সিআইটিইউ’র

রাজ্য

হকার সংক্রান্ত কেন্দ্রীয় আইনকে রাজ্যে কার্যকর করছে না তৃণমূল কংগ্রেস সরকার। তার বদলে রাজ্যজুড়ে হকার উচ্ছেদ চলছে। বিকল্প  ব্যবস্থা ছাড়া হকার উচ্ছেদ চলবে না। 
রাজ্যজুড়ে হকার উচ্ছেদের নিন্দা করে এই দাবি জানিয়েছে সিআইটিইউ। সংগঠনের পশ্চিমবঙ্গ কমিটির সভাপতি সুভাষ মুখার্জি এবং সাধারণ সম্পাদক অনাদি সাহু বিবৃতিতে বলেছেন, ‘‘কেন্দ্রীয় হকার আইনকে কার্যকর না করে বেআইনিভাবে গায়ে জোরে হকার উচ্ছেদ চলছে রাজ্যজুড়ে। এই উচ্ছেদ বন্ধ করতে হবে।’’ 
দু’দিন ধরে চলছে হকার উচ্ছেদ। অতি সামান্য পুঁজি নিয়ে কোনোক্রমে ব্যবসা করে সংসার চালান হকাররা। তাঁদের জিনিসপত্র তুলে নিয়ে যাচ্ছে পুলিশ। ভেঙে দেওয়া হচ্ছে চালা। রাজ্যজুড়ে হাজার হাজার পরিবার অসহায় হয়ে পড়ছে। বস্তুত সংসার চালানোর আর কোনও উপায় তাদের রইল না। এত পরিবার দিন চালাবে কিভাবে তা নিয়ে একটি শব্দও খরচ করছে না তৃণমূল কংগ্রেস। কোভিড এবং লকডাউনের পর কাজ কমে গিয়েছে সর্বত্র। বহু মানুষ কাজ হারিয়েছেন। বাধ্য হয়েছেন জীবিকার জন্য হকারির পেশা নিতে। এই সব পরিবারে অন্ধকার নেমে এসেছে তৃণমূল সরকারের উচ্ছেদ অভিযানে। 
সিআইটিইউ’র দাবি, সব হকার ইউনিয়নগুলিকে নিয়ে আলোচনায় বসতে হবে রাজ্য সরকারকে। 
কলকাতায় একের পর এক রাস্তাব চলছে হকার উচ্ছেদ। কেবল কলকাতা নয়। রাজ্যের বিভিন্ন শহরে হকার উচ্ছেদ চলছে। উত্তরবঙ্গে জলপাইগুড়িতে বিক্ষোভ দেখিয়েছেন হকাররা। কোচবিহারেও চলছে হকার উচ্ছেদ। 
সিআইটিইউ সরাসরি মুখ্যমন্ত্রীকে দায়ী করে বলেছে, ‘‘পুকুর, সরকারি জমি, নয়নজুলি দখল করে বিক্রি, ভরাট করে বেআইনি নির্মাণ সরকারি গাছ দেদার কেটে লুটের রাজত্ব কায়েম করে রেখেছে। বেআইনি বালি, কয়লা চুরি, গরু পাচার কিছুই বাদ নেই। মুখ্যমন্ত্রী নীরব দর্শক হয়ে সমর্থন করে গিয়েছেন। কোনও ব্যবস্থা নেননি। উলটে লুটের টাকার ভাগ কালীঘাট থেকে শুরু করে সব নেতা মন্ত্রীদের কাছে পৌঁছে যাচ্ছে।’’ 
সিআইটিইউ বলেছে, ‘‘এখন হঠাৎ নবান্নকে পার্টি অফিস বানিয়ে প্রশাসক মন্ত্রী পৌরপ্রধানদের প্রচার মাধ্যমকে সামনে রেখে প্রকাশ্যে কাটমানি বেআইনি কাজ হচ্ছে বলে নাটক করছেন মুখ্যমন্ত্রী। ‘শুধুমাত্র আমি ভালো’, মানুষকে এটা বোঝাতে।’’ 
হকারদের যন্ত্রণায় ক্ষোভ জানিয়ে সিআইটিইউ বলেছে, ‘‘মুখ্যমন্ত্রীর এই লোক দেখানো হুমকির ফলে বাকি সব ছেড়ে দিয়ে কোপ এসে পড়েছে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় গরিব হকারদের ওপর। তাদের উচ্ছেদ করা হচ্ছে নির্মমভাবে। উত্তর প্রদেশের বুলডোজার নীতি চালু হয়ে গিয়েছে আমাদের রাজ্যে মমতা ব্যানার্জির হাত ধরে।’’

Comments :0

Login to leave a comment