হাত জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ছেন বৃদ্ধা। গ্রামবাসীরা জানাচ্ছেন সংঘর্ষের ভয়ঙ্কর অভিজ্ঞতা। ত্রিপুরার বাম বিধায়ক প্রতিনিধিদলকে যন্ত্রণা জানালো গন্ডাছড়া।
হিংসার আগুনে ধ্বস্ত গন্ডাছড়ায় গেলেন বামফ্রন্টের প্রতিনিধিদল। বিধানসভার বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর নেতৃত্বে প্রতিনিধিদল কথা বলেন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে। সেই ছবি-ভিডিও সোশাল মিডিয়ায় পোস্ট করেছে সিপিআই(এম) ত্রিপুরা রাজ্য কমিটি।
ধলাই জেলার গন্ডাছড়ায় এক যুবকের দুঃখজনক মৃত্যুকে ব্যবহার করে দুই অংশের মধ্যে সংঘর্ষের চেহারা দেওয়ার অভিযোগ আগেই জানায় বামফ্রন্ট। এর আগে ২২ জুলাই অনুমতি থাকা সত্ত্বেও সিপিআই(এম) এবং কংগ্রেসের যৌথ প্রতিনিধিদলকে এলাকায় ঢুকতে বাধা দেয় বিজেপি সরকার পরিচালিত প্রশাসন। সিপিআই(এম) রাজ্য সম্পাদক এবং বিধানসভার বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর নেতৃত্বে আর্ত মানুষের কাছে পৌঁছাতে চেয়েছিল প্রতিনিধিদল।
এদিন গন্ডাছড়ার বাসিন্দারা জিতেন্দ্র চৌধুরী এবং প্রতিনিধিদলকে দেখিয়েছে কিভাবে ভেঙে দেওয়া হয়েছে ঘরবাড়ি। আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে সামান্য সম্বল মাথা গোঁজার একমাত্র ঠাঁই।
এর আগে, ২২ জুলাই চৌধুরী বলেছিলেন যে গন্ডাছড়ায় অশান্তি ছড়াতে দিয়েছে বিজেপি সরকারই। বহু মানুষের জীবনজীবিকা-ঘরবাড়ি ধ্বংস হয়ে যাচ্ছে। অশান্তির খবর পেয়েই প্রশাসনকে ব্যবস্থা নেওয়া দাবি জানায় বামফ্রন্ট। জেলাশাসকের সঙ্গেও কথা হয়। কিন্তু কাজ হয়নি। বহু মানুষের নাগরিক অধিকার বিপন্ন।
বৃহস্পতিবার ভাঙা, পুড়িয়ে দেওয়া ঘরবাড়ি দেখার সময়ই কান্নায় ভেঙে পড়েন বাসিন্দারা। অঝোরে বৃষ্টির মধ্যেই দেখা করেন তাঁরা।
GANDACHHARA CPI(M)
ত্রিপুরা: হিংসায় বিধ্বস্ত গন্ডাছড়ায় সিপিআই(এম) নেতৃবৃন্দ
×
Comments :0