পরভনিতে নিহত দলিত আন্দোলনের সংগঠক সোমনাথ সূর্যবংশী এবং বিজয় ওয়াকেড়ের পরিবারের জন্য অর্থসংগ্রহের ডাক দিয়েছে সিপিআই(এম)। পার্টির মহারাষ্ট্র রাজ্য কমিটির প্রতিনিধিদল সোমবার দেখা করেন দুই নিহতের পরিবারের সঙ্গে। দেওয়া হয়েছে ৩ লক্ষ টাকার চেক।
বিআর আম্বেদকরের মূর্তি আর পাশে সংবিধানের রেপ্লিকা ভাঙার প্রতিবাদ করেছিলেন সূর্যবংশী এবং তাঁর সহযোগীরা। তার জেরেই বিচারবিভাগীয় হেপাজতে মৃত্যু হয়েছে সোমনাথ সূর্যবংশীর। আন্দোলনের আরেক সঙ্গী বিজয় ওয়াকেড়ে মারা যান পুলিশের তল্লাশির সময় অত্যাচারের জেরে।
মহারাষ্ট্রের শম্ভাজী নগর জেলার পরভনির এই কাণ্ড ঘিরে তীব্র সমালোচনার মুখে পড়েছে রাজ্যের বিজেপি জোট সরকার। মুখ্যমন্ত্রী ফড়নবিশ পুলিশী নির্যাতনের অভিযোগ অস্বীকার করলেও ময়না তদন্তের রিপোর্টই জানিয়েছে সূর্যবংশীর সারা শরীরে আঘাতের চিহ্ন ছিল।
রাজ্যসভায় আম্বেদকরকে ঘিরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের মন্তব্যের প্রতিবাদে সারা দেশেই বিক্ষোভ হয়েছে। পরভনিতে রেল স্টেশনের পাশে আম্বেদকরের মূর্তি এবং সংবিধানের রেপ্লিকা কাঁচে ঢাকা ছিল। দেখা যায় কাঁচ ভেঙে রেপ্লিকার ক্ষয়ক্ষতি করা হয়েছে। তার জেরেই ১৪ ডিসেম্বর দলিত আন্দোলনের সংগঠকদের বিক্ষোভে অচল হয়ে যায় পার্বনী। পুলিশ ৫০ জনকে গ্রেপ্তার করে বিক্ষোভ দেখানোয়। পরদিনই সূর্যবংশী মারা যান বিচারবিভাগীয় হেপাজতে।
গত ১৫ দিন ধরে বিক্ষোভ অবস্থান চলছে পরভনিতে। দলিত আন্দোলনের সংগঠকরা পুলিশের বিরুদ্ধে কড়া ব্যবস্থার দাবি তুলেছচেন। তাঁদের সঙ্গে কথা বলেন সিপিআই(এম) পলিট ব্যুরো সদস্য অশোক ধাওলে। তিনি বলেছেন, ‘‘কোনওকিছুই আচমকা হয়নি। পরিকল্পনা করেই ভাঙা হয়েছিল সংবিধানের রেপ্লিকা। বিজেপি জোট সরকারের নীতির কারণেই পুলিশ নির্বিচারে অত্যাচার চালিয়েছে। দেবেন্দ্র ফড়নবিশ মুখ্যমন্ত্রী হওয়ার পর সবচেয়ে খুশি দলিতদের নিপীড়নে জড়িত বিভিন্ন শক্তি।’’
Maharashtra Dalit CPIM
মহরাষ্ট্রে নিহত দলিত সংগঠকের পরিবারের পাশে সিপিআই(এম)
×
Comments :0