Indian Premier League

বড় জয় কেকেআরের

খেলা

CSK vs KKR ছবি সৌজন্য - আইপিএল অফিসিয়াল ফেসবুক পেজ

আইপিএলে বড় জয় পেল কলকাতা নাইট রাইডার্স। চেন্নাই সুপার কিংসকে হারাল ৮ উইকেটে । প্রথমে ব্যাট করে নাইটদের বোলিংয়ে ধরাশায়ী হয়ে গেল চেন্নাই। হর্ষিত রানা ও বরুণ দুটি করে উইকেট নেন। সুনীল নারিনও নেন দুটি উইকেট। মাত্র ১০৩ রানে শেষ হয় চেন্নাইয়ের ইনিংস । জবাবে ব্যাট করতে এসে মাত্র ১০ ওভারেই প্রয়োজনীয় রান তুলে নেয় কেকেআর । নারিন করেন ৪৪ । রাহানে ২০ রান করেন। বড় জয় পেয়ে ৬ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠে এল কেকেআর। অন্যদিকে ২ পয়েন্টে নবম স্থানেই থাকল চেন্নাই সুপার কিংস।

Comments :0

Login to leave a comment