Caste census

জাতিগত গণনা নিয়ে 'ভাবনাচিন্তা' কেন্দ্রের

জাতীয়


বিরোধীদের প্রবল চাপের মুখে জনগণনাতে একটি জাতি ভিত্তিক কলাম যুক্ত করার কথা ভাবছে কেন্দ্র, যা কোভিড -১৯ এর কারণে বিলম্বিত হয়েছে। ১৮৮১ সাল থেকে ভারত প্রতি দশ বছর পর পর জনগণনা পরিচালনা করে আসছে।

রাজনৈতিক দল নির্বিশেষে দলগুলি জাতিগত গণনার দাবি করে আসছে দীর্ঘদিন ধরে।

শুধু বিরোধীরা নয়, বিজেপির কিছু জোট সঙ্গী, যেমন চিরাগ পাসোয়ানের এলজেপি এবং বিহারে নীতীশ কুমারের জেডি(ইউ) দেশব্যাপী জাতিগত গণনার পক্ষে কথা বলেছে।

বিহারের ক্ষমতাসীন দল নীতীশ কুমারের জনতা দল (ইউনাইটেড) রাজ্যব্যাপী জাতিগত সমীক্ষার ফলাফল প্রকাশ করার পর একটি জাতীয় জাতিগত জনগণনার করার দাবী উঠেছে। গত বছরের অক্টোবরে প্রকাশিত বিহারের সমীক্ষায় দেখা গেছে যে রাজ্যের জনসংখ্যার ৮০ শতাংশেরও বেশি অত্যন্ত অনগ্রসর শ্রেণীর অন্তর্গত।

Comments :0

Login to leave a comment