Law

দেশে ‘‘বুলডোজার আইন’’ চালাতে না দেওয়ার হুঁশিয়ারি কংগ্রেসের

জাতীয়

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে সোমবার দাবি করেছেন যে গত লোকসভায় ১৪৬ জন সাংসদকে বরখাস্ত করার পরে তিনটি নতুন ফৌজদারি আইন ‘‘জোর করে’’ পাস করা হয়েছিল এবং দৃঢ়তার সাথে বলেছেন যে ইন্ডিয়া ব্লক দেশের সংসদীয় ব্যবস্থায় এই জাতীয় ‘‘বুলডোজার ন্যায়বিচার’’ চলতে দেবে না।
সোমবার (১ জুলাই) থেকে দেশে নতুন তিনটি ফৌজদারি আইন কার্যকর হয়েছে, যা ভারতের ফৌজদারি বিচার ব্যবস্থায় সুদূরপ্রসারী পরিবর্তন এনেছে।
হিন্দিতে একটি পোস্টে খাড়গে লেখেন, ‘‘নির্বাচনে রাজনৈতিক ও নৈতিক ধাক্কার পরে মোদীজি এবং বিজেপি সংবিধানকে সম্মান করার ভান করছে, কিন্তু সত্যিটা হল আজ থেকে ফৌজদারি বিচার ব্যবস্থার যে তিনটি আইন কার্যকর করা হচ্ছে, ১৪৬ জন সাংসদকে সাসপেন্ড করার পরে জোর করে তা পাস করা হয়েছে’’।
সোমবার থেকে সমস্ত নতুন এফআইআর বিএনএসের অধীনে নথিভুক্ত করা হবে। তবে এর আগে দায়ের করা মামলাগুলো চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পুরনো আইনে বিচার অব্যাহত থাকবে।
কংগ্রেস নেতা মণীশ তিওয়ারিও সংসদে নতুন ফৌজদারি আইন পুনর্বিবেচনা করার দাবি জানিয়ে দাবি করেছেন, এগুলি দেশকে পুলিশি রাষ্ট্রে পরিণত করার ভিত্তি স্থাপন করেছে।

Comments :0

Login to leave a comment